পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Attack) নিহত ২৬ জন পর্যটকের মধ্যে তিনজন ছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাঁদের মধ্যে (Pahalgam Attack) দু’জন কলকাতার—বিতান অধিকারী এবং সমীর গুহ। শনিবার দুপুরে নিহতদের (Pahalgam Attack) পরিবারের সঙ্গে কথা বলতে তাঁদের বাড়িতে পৌঁছায় জাতীয় তদন্ত সংস্থা (NIA)-র টিম।
প্রথমে বেলা সাড়ে বারোটা নাগাদ বেহালার সমীর গুহর বাড়িতে যান এনআইএ-র আধিকারিকরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন সমীর গুহ। পরিবার-পরিজনদের সঙ্গে কথা বলে হামলার সময়ের প্রেক্ষাপট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন গোয়েন্দারা। এরপর তাঁরা রওনা দেন পাটুলিতে, বিতান অধিকারীর বাড়ির উদ্দেশে।
সূত্রের খবর, শুধু কলকাতার এই দুই বাসিন্দার বাড়ি নয়, পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মণীশরঞ্জন মিশ্রের বাড়িতেও তদন্তকারী দল পৌঁছাবে। দেশজুড়ে হামলায় নিহত প্রতিটি পর্যটকের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এনআইএ, যাতে তদন্তে কোনও তথ্য বাদ না পড়ে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল দুপুর দেড়টা নাগাদ জম্মু-কাশ্মীরের পহেলগাঁও এলাকায় নির্দিষ্টভাবে হিন্দু পর্যটকদের লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। পাকিস্তানের মদতপুষ্ট ওই জঙ্গিরা হামলার পর এলাকা ছেড়ে পালিয়ে যায়। হামলায় প্রাণ হারানো নিরীহ পর্যটকদের ঘটনাটি গোটা বিশ্বে নিন্দিত হয়েছে। আমেরিকা, রাশিয়া-সহ একাধিক দেশ পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ঘোষণা করেছেন, এই কাপুরুষোচিত হামলার যোগ্য জবাব দেওয়া হবে।