পঞ্চসায়রে (New Garia) বৃদ্ধা খুনের ঘটনায় শোরগোল, জোরে সন্দেহ উঠল নতুন আয়ার দিকে। ৭৯ বছর বয়সী বিজয়া দাস পঞ্চসায়রের নিউ গড়িয়া(New Garia) কো-অপারেটিভ হাউজিং সোস্যাইটিতে থাকতেন। শুক্রবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ অনুমান করছে, খুনের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালেই। খুনের ঘটনায় অভিযুক্ত আয়ার সন্ধান করছে পুলিশ। জানা গিয়েছে, ওই আয়াকে সেন্টার থেকে নিয়োগ করা হয়েছিল এবং তিনি গত ১৭ আগস্ট থেকে বাড়িতে কাজ শুরু করেন।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সকালে (New Garia) আয়া বাড়িতে ঢুকেছেন। এরপর হঠাৎ সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়। পুলিশ খোঁজ নিয়ে জানতে পেরেছে, আয়া ফর্ম পূরণের মাধ্যমে ওই সেন্টারের মাধ্যমে কাজ পেয়েছিলেন। পুলিশ তাঁর ছবি সংগ্রহ করেছে। প্রাথমিক অনুমান, খুনের সময় সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ঘটেছে। বৃদ্ধার চুরি হয়েছে চারটি চেইন, দুটি কানের দুল ও তিনটি আংটি (New Garia) ।
ময়নাতদন্তে জানা গেছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং শরীরে জোরালো আঘাতের চিহ্নও রয়েছে। বিজয়ার সন্তান অন্যত্র থাকায় বাড়িতে ছিলেন না। ওইদিন সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পরিচারিকা মধুমিতা হালদার কাজের জন্য আসেন। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তিনি সিঁড়ির কাছে হাত-মুখ বাঁধা অবস্থায় বিজয়া দাসকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পঞ্চসায়র থানার পুলিশ পৌঁছে এনআরএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, বিজয়ার স্বামী প্রশান্ত দাসকে ঘরের খাটের তলা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।