Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • কলকাতার রাস্তায় ফের বেপরোয়া বাইক! নাগেরবাজারে উড়ে গেল জীবন, নেই কারও মাথায় হেলমেট
রাজ্য

কলকাতার রাস্তায় ফের বেপরোয়া বাইক! নাগেরবাজারে উড়ে গেল জীবন, নেই কারও মাথায় হেলমেট

bike accident
Email :21

ভোরের কলকাতা কেঁপে উঠল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় (Flyover Accident)। নাগেরবাজার উড়ালপুলে অতিরিক্ত গতির বলি দুই যুবক। বুধবার ভোরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটতেই চাঞ্চল্য ছড়ায় গোটা দমদম এলাকায় (Flyover Accident)। পুলিশের প্রাথমিক অনুমান, মোটরসাইকেলের গতি ছিল ঘণ্টায় অন্তত ১০০ কিলোমিটারের কাছাকাছি। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের উপর থেকে এক যুবক সোজা নীচের রাস্তায় পড়ে যান। অপর যুবকটি পড়ে থাকেন উড়ালপুলের উপরেই (Flyover Accident)।

চোখের পলকে সব শেষ। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যায় (Flyover Accident)। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। চিকিৎসকরা ঘোষণা করেন— দুজনেই মৃত। মৃতদের নাম আকাশ মণ্ডল এবং মুন্না নায়েক। দু’জনেরই বয়স আনুমানিক ২৫ বছর। তাঁরা দমদমের মল রোডের বাসিন্দা।

দুর্ঘটনার (Flyover Accident) ভয়াবহতা এতটাই বেশি ছিল যে মোটরসাইকেলটি প্রায় চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। তদন্তে জানা গিয়েছে, কোনও যুবকেরই মাথায় হেলমেট ছিল না। পুলিশের এক আধিকারিক বলেন, “যদি হেলমেট থাকত, অন্তত একজনের প্রাণ বাঁচানো যেত।”

স্থানীয়রা জানান, নাগেরবাজার উড়ালপুলে রাতে প্রায়ই বাইক রেস চলে। অনেক সময়েই কিশোর ও তরুণরা গাড়ির গতি সীমা লঙ্ঘন করে প্রতিযোগিতা করে থাকে। দুর্ঘটনার পর ফের প্রশ্ন উঠছে, রাতে ট্রাফিক নজরদারি কি যথেষ্ট হচ্ছে?

শহর জুড়ে এই ঘটনা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে দুর্ঘটনার ছবি। নাগরিক মহলে দাবি উঠেছে, শহরের উড়ালপুলগুলিতে রাতের পর বাইক চলাচল সম্পূর্ণ বন্ধ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts