নবান্নের (Nabanna) স্পষ্ট বার্তা, বদলাচ্ছে না এসএসসি পরীক্ষার তারিখ। আগামী ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ঠিক সময়েই। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষার সূচি পরিবর্তন করা হবে না, এমনটাই শিক্ষা দফতরের কাছে জানিয়েছে নবান্ন (Nabanna) ।
ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের রায়ের পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় পরীক্ষার তারিখ পেছানোর দাবি জানানো হয়েছিল কিছু চাকরিহারির পক্ষ থেকে। তবে নবান্ন (Nabanna) এবং শিক্ষা দফতর স্পষ্ট করে জানিয়েছেন, পরীক্ষার সূচি কোনওভাবেই পিছোচ্ছে না। মুখ্যসচিব মনোজ পন্থ শুক্রবারই নতুন করে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন।
এসএসসি সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। চাকরিহারিদের পক্ষ থেকে হতাশা প্রকাশ করা হয়েছে। চিন্ময় নামের এক চাকরিহারি বলেন, “বিচার ব্যবস্থার উপর আমাদের আর আস্থা নেই।” তবে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর পরীক্ষায় বসতেই হবে, আর বিকল্প পথ নেই।