নলবনের বাঁধের উপর রক্তাক্ত অবস্থায় গলাকাটা এক যুবকের দেহ (Murder) উদ্ধারে চাঞ্চল্য ছড়াল কাঁটাতলা এলাকায়। শনিবার সকালে লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত এই অঞ্চলে এক হোটেল কর্মীর রক্তাক্ত নিথর দেহ (Murder) পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রে খবর, ওই যুবকের গলা কেটে খুন (Murder) করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দেহের পাশেই পড়ে ছিল রক্তে ভেজা জুতো, মানিব্যাগ ও রুমাল। ঘটনাস্থলে ছড়িয়ে ছিল চাপ চাপ রক্ত।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লেদার কমপ্লেক্স থানার একটি বড় পুলিশবাহিনী। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একইসঙ্গে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার নির্দেশও দেওয়া হয়েছে।
খুনের পেছনে ব্যক্তিগত শত্রুতা, আর্থিক বিবাদ নাকি কোনও গোপন কারণ— তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় বাসিন্দাদের। খতিয়ে দেখা হচ্ছে, মৃত যুবকের পরিচয়, তার বসবাস কোথায়, কার কার সঙ্গে তার যোগাযোগ ছিল, এবং সম্প্রতি কোনও হুমকি পেয়েছিলেন কি না।
এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। তদন্তে সাহায্য করার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার আবেদন জানানো হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে আসল রহস্য কী? উত্তর খুঁজছে তদন্তকারী দল।