Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Mohan Bhagwat: ১০ দিনের সফরে বাংলায় আসছেন মোহন ভগবৎ! বাংলাদেশ পরিস্থিতিতে নির্বাচনে প্রচারে কি RSS
রাজ্য

Mohan Bhagwat: ১০ দিনের সফরে বাংলায় আসছেন মোহন ভগবৎ! বাংলাদেশ পরিস্থিতিতে নির্বাচনে প্রচারে কি RSS

Email :4

ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ১০ দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভগবৎ (Mohan Bhagwat)। তাঁর (Mohan Bhagwat) এই সফরকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। সংগঠনের (Mohan Bhagwat)সূ ত্রে জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় পৌঁছবেন ভগবৎ (Mohan Bhagwat)। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি (Mohan Bhagwat) রাজ্যে থাকবেন।

সফরের প্রথম পাঁচ দিন আরএসএস প্রধান কলকাতায় থাকবেন। এই সময়ে সংঘের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে, কলকাতায় কোনও প্রকাশ্য সভার আয়োজনের কথা এখনও জানা যায়নি। ১১ ফেব্রুয়ারির পর এক দিন বিশ্রাম নেওয়ার পর তিনি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সফর করবেন।

সূত্রের খবর, ১২ ফেব্রুয়ারি বর্ধমানে পৌঁছে সেখানে মধ্যবঙ্গের সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন মোহন ভগবৎ। পাশাপাশি, সেখানকার বিশিষ্টজনদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে। সফরের শেষ দিনে, ১৬ ফেব্রুয়ারি, বর্ধমানে একটি প্রকাশ্য সভা করবেন তিনি।

আরএসএস প্রধানের এই সফর এমন একটি সময়ে হচ্ছে, যখন বাংলাদেশে ইসলামি চরমপন্থীদের কার্যকলাপ নিয়ে উদ্বেগ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে সংঘের এই দীর্ঘমেয়াদি কার্যক্রম সম্ভবত বাংলাদেশ পরিস্থিতি কাজে লাগিয়ে রাজ্যে সংগঠন শক্তিশালী করার প্রচেষ্টা। বাংলায় একের পর এক বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতার হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশ সীমান্তে মালদা, মুর্শিদাবাদ, নদীয়া জেলাগুলোতে জঙ্গিসংগঠনগুলো আরও শক্তিশালী হয়ে উঠছে। এর প্রমাণ ইতিমধ্যে গোয়েন্দারা পেতে শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts