Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • BJP: ‘কে নিল ফোন?’ – শাহের সভায় মাইক হাতে নেতা!
রাজ্য

BJP: ‘কে নিল ফোন?’ – শাহের সভায় মাইক হাতে নেতা!

Email :104

রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির (BJP) বড় সভা হয়। এই সভায় যোগ দিতে বহু কর্মী ও নেতা ভিড় করেন। সবাই অপেক্ষায় ছিলেন অমিত শাহের ভাষণের জন্য। এদিন তিনি বাংলায় সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে এসেছেন। আগের রাতেই কলকাতা পৌঁছেছিলেন তিনি।

সভায় এতটাই ভিড় হয় যে, তার মাঝেই ঘটতে থাকে একের পর এক চুরি। অনেক বিজেপি (BJP) নেতা-কর্মীর পকেট থেকে মোবাইল ফোন ও দামি জিনিস হারিয়ে যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, সভার সঞ্চালক রাজ্য সাধারণ সম্পাদক (BJP) দীপক বর্মন মাইক ধরে ঘোষণা করতে বাধ্য হন — অনেক ফোন হারিয়েছে, কেউ পেয়ে থাকলে যেন ফিরিয়ে দেন।

এই ঘটনায় নেতা-কর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও অস্বস্তি দেখা দেয়। অনেকেই হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের জমায়েত ঘিরে তৈরি হয় বিশৃঙ্খলা ও চাঞ্চল্য।

এদিন সভার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ CFSL-এ নতুন একটি ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধন করেন। তিনি বলেন, এখন অপরাধ দমন ও অপরাধীদের চিহ্নিত করতে প্রযুক্তির গুরুত্ব অনেক বেশি। ফরেন্সিক বিজ্ঞান এই কাজে অনেক সাহায্য করছে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts