Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ১১ হাজার ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ ঝুলে গেল ওবিসি জটে! পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা নিয়ে বড় জট
রাজ্য

১১ হাজার ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ ঝুলে গেল ওবিসি জটে! পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা নিয়ে বড় জট

Mbbs adission
Email :5

ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে বড় ধাক্কা খেল রাজ্যের মেডিক্যাল (MBBS Admission) ভর্তি প্রক্রিয়া। সোমবার স্বাস্থ্য দফতর জানিয়ে দিল, আপাতত এমবিবিএস এবং ডেন্টাল (বিডিএস)-এর কাউন্সেলিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে।

প্রায় দেড় সপ্তাহ আগে শুরু হয়েছিল ভর্তি প্রক্রিয়া (MBBS Admission) । প্রথম ধাপ হিসেবে রবিবার রাত পর্যন্ত চলেছিল চয়েজ ফিলিং, যেখানে প্রার্থীরা নিজেদের পছন্দের কলেজের নাম জমা দেন। এর ভিত্তিতে বুধবার প্রকাশিত হওয়ার কথা ছিল ফলাফল (MBBS Admission) । রাজ্যের পাঁচ হাজারেরও বেশি আসনের জন্য ইতিমধ্যেই ১১ হাজার পড়ুয়া যোগ্য বলে বিবেচিত হয়েছেন।

কিন্তু হঠাৎই স্থগিত হওয়ায় অনিশ্চয়তায় পড়লেন এই ১১ হাজার পড়ুয়া (MBBS Admission) । বিশেষজ্ঞরা বলছেন, দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে একসঙ্গে ভর্তি, পরীক্ষা ও ইন্টার্নশিপের প্রক্রিয়া চললেও এই সিদ্ধান্তের কারণে বাংলার ছাত্ররা অনেকটাই পিছিয়ে পড়বেন। অনেক মেধাবী পড়ুয়া রাজ্যের বাইরে চলে যাবেন বলেও আশঙ্কা তৈরি হয়েছে।

এরই মধ্যে চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় সরাসরি সতর্ক করে বলেন, ভর্তি প্রক্রিয়া দেরি হলে গোটা সেশন পিছিয়ে যাবে। এর প্রভাব পড়বে ভবিষ্যতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগে। পড়ুয়ারা হতাশ হয়ে পড়বেন এবং শিক্ষাক্ষেত্রে অরাজকতা তৈরি হবে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, ভর্তি বিলম্বিত হলে দুর্নীতিরও সুযোগ বাড়বে। কারণ, আসন ফাঁকা পড়ে গেলে টাকা নিয়ে মেধাতালিকা বদলে ছাত্র ভর্তি করানো হতে পারে।

একদিকে জয়েন্ট, অন্যদিকে নিট – দুই বড় প্রবেশিকা নিয়েই এখন অস্থিরতা। জয়েন্টের ফল কবে বেরোবে তা স্পষ্ট নয়, আর ডাক্তারি ভর্তি আটকে গেল শেষ মুহূর্তে। সব মিলিয়ে রাজ্যের পড়ুয়ারা পড়লেন গভীর অনিশ্চয়তায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts