পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবার লন্ডন সফরে যাচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে। আগামী ২১ মার্চ তিনি (Mamata Banerjee) বিদেশ সফরে রওনা দেবেন বলে সূত্রের খবর। বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তিনি (Mamata Banerjee) ।
সূত্রের খবর, ২১ মার্চ কলকাতা থেকে বিমানে প্রথমে দুবাই যাবেন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে লন্ডনে পৌঁছাবেন। অক্সফোর্ডে ভাষণ দেওয়ার পাশাপাশি তাঁর আরও কিছু কর্মসূচি রয়েছে। তিনি লন্ডনে কয়েকজন শিল্পপতির সঙ্গেও বৈঠক করবেন। তবে তাঁর ভাষণের মূল বিষয়বস্তু এখনও প্রকাশ করা হয়নি। এর আগে ২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড ইউনিয়নের একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে অক্সফোর্ড কর্তৃপক্ষের তরফে ইমেইল করে জানানো হয়, অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এই আকস্মিক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে ২০১৫ সালে মুখ্যমন্ত্রী লন্ডন সফরে গিয়েছিলেন। সেই সফরে তাঁর সঙ্গে ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র, কলকাতার তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়, সুগত বসু, ডেরেক ও’ব্রায়েন ও দেব। ওই সফরে তিনি বাকিংহাম প্যালেসও পরিদর্শন করেছিলেন।
এবারের সফরে তাঁর বক্তৃতা এবং শিল্পপতিদের সঙ্গে আলোচনার বিষয়বস্তু কী হয়, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।