এসআইআর সংক্রান্ত শুনানি সুষ্ঠু ও মানবিক ভাবে করতে হবে। সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশ মেনেই এই প্রক্রিয়া চালাতে হবে। এমনই কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার জেলাশাসকদের সঙ্গে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর বৈঠক চলাকালীনই মুখ্যমন্ত্রী এই বার্তা দেন (Mamata Banerjee)।
সূত্রের খবর, ওই বৈঠকে যোগ দেওয়ার সময় সমস্ত জেলাশাসকদের মোবাইল বাইরে রেখে ভিতরে প্রবেশ করতে বলা হয়েছিল (Mamata Banerjee)। বৈঠকে মূলত নির্বাচনের আগে উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা চলছিল। সেই সময়ই সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। এরপর তিনি জেলাশাসকদের উদ্দেশে একের পর এক নির্দেশ দেন।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্টভাবে জানান, এসআইআর প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের কোনও নির্দেশ অমান্য করা যাবে না। শুনানি আরও মানবিক হতে হবে। যাঁরা শারীরিক অসুস্থতা বা অন্য সমস্যার কারণে নির্দিষ্ট জায়গায় শুনানিতে আসতে পারছেন না, তাঁদের সুবিধা মতো জায়গায় গিয়ে এসআইআর করতে হবে বলেও নির্দেশ দেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের সমস্ত উন্নয়নমূলক কাজ এক মাসের মধ্যে শেষ করতে হবে। প্রশাসনকে কাজ করতে গিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই। সরকার সবসময় পাশে রয়েছে বলেও আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, এসআইআর-এর ফর্ম ৭ জমা দেওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তি ছড়িয়েছে। কোথাও তৃণমূল নেতাদের হুমকির অভিযোগ উঠেছে, কোথাও আবার বিজেপির অভিযোগ— ফর্ম ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। কোথাও আবার সরাসরি বলা হয়েছে, শুনানি চলতে দেওয়া হবে না।
এই আবহে মুর্শিদাবাদের ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। তিনি প্রকাশ্যে নির্বাচন কমিশনকে হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এমন পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। মমতার কড়া বার্তার পর এখন দেখার, এসআইআর ঘিরে উত্তেজনা কমে কি না এবং দলের নেতাদের আচরণে লাগাম পড়ে কি না।













