বাংলায় ভোটার এনুমারেশন বা SIR শুরু হতেই রাজ্য রাজনীতিতে ঝড়। আর সেই বিতর্কের কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দ্বিতীয় দিনেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে এলেন BLO অমিত কুমার রায়। কিন্তু বুধবার সকালে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, “যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ এই ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করব না।”
মমতার (Mamata Banerjee) দাবি, কিছু সংবাদমাধ্যমে খবর এসেছে যে তিনি নাকি নিজের হাতে ফর্ম নিয়েছেন। কিন্তু তা সম্পূর্ণ মিথ্যা। মুখ্যমন্ত্রীর কথায়, “এই খবর বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।” তিনি লেখেন, “গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে আমার বাসভবনে এসে ফর্ম দিয়ে গিয়েছেন। আমি ফর্ম পূরণ করিনি।”
এর আগে থেকেই SIR নিয়ে সরব ছিল তৃণমূল। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আগেই বলেছিলেন, বাংলায় এই প্রক্রিয়া চলতে দেবেন না। মঙ্গলবার মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামেন, মিছিল করেন বাবাসাহেব আম্বেদকরের মূর্তি থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত। মমতা তখনই হুঁশিয়ারি দেন, “একটা নাম বাদ গেলেই বিজেপি সরকার ভেঙে দেব।”
এই মন্তব্যের পরেই বিজেপি শিবিরের প্রতিক্রিয়া তীব্র। কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “যদি মুখ্যমন্ত্রী নিজে হাতে ফর্ম না নিয়ে থাকেন, তা হলে নিয়ম ভেঙে কাজ হয়েছে। BLO-র ফর্ম দেওয়ার প্রক্রিয়ায় পরিবারের কোনও সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক। এখন উনি যদি নিজের ফর্ম ফিল না করেন, তা তাঁর ব্যাপার। কিন্তু তিনি যদি বাংলাদেশি বা পাকিস্তানিদের ভোটার বানাতে চান, তা কখনও হতে পারে না।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য কেবল প্রশাসনিক নয়, রাজনৈতিক লড়াইয়েরও প্রতীক। বিজেপি যেখানে এই ফর্ম পূরণের মাধ্যমে ভোটার তালিকা ‘স্বচ্ছ’ করতে চায়, সেখানে তৃণমূল দাবি করছে, এর আড়ালে চলছে নাগরিকত্ব যাচাইয়ের নাম করে বাংলার ভোটারদের বাদ দেওয়ার ষড়যন্ত্র।
রাজ্যজুড়ে এখন প্রশ্ন একটাই—“ফর্ম নিলেও কেন পূরণ করলেন না মুখ্যমন্ত্রী?” রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্রই চলছে উত্তপ্ত আলোচনা।













