Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ১৬ জুলাই মিছিলে মমতা-অভিষেক একসাথে, কিন্তু পোস্টারে নেই কারও মুখ! কেন এত রহস্য?
রাজ্য

১৬ জুলাই মিছিলে মমতা-অভিষেক একসাথে, কিন্তু পোস্টারে নেই কারও মুখ! কেন এত রহস্য?

mamata banerjee poster
Email :12

দীর্ঘদিন পর ফের একসঙ্গে রাজপথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলার আত্মপরিচয় ও বাঙালি অস্মিতাকে সামনে রেখে এই মিছিল ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কিন্তু তার আগেই উঠল নতুন বিতর্কের ঝড়। বিতর্কের কেন্দ্রে মিছিলের পোস্টার v।

আগামী ১৬ জুলাই, বুধবার কলেজ স্কোয়্যার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবে তৃণমূল কংগ্রেস। এই মিছিলেই একসঙ্গে হাঁটবেন মমতা (Mamata Banerjee) ও অভিষেক। তবে এই মিছিলের প্রচারে প্রথম যে পোস্টার উত্তর কলকাতার রাস্তায় দেখা যায়, সেখানে দু’জনেরই ছবি অনুপস্থিত ছিল (Mamata Banerjee) । সেই পোস্টার প্রকাশ্যে আসতেই দলের অন্দরে গুঞ্জন শুরু হয়। কেউ কেউ প্রশ্ন তোলেন— নেত্রী ও দলের দ্বিতীয় শীর্ষ নেতার অনুপস্থিতি কি ইঙ্গিতবাহী?

বিতর্ক মাথাচাড়া দেওয়ার পর দ্রুত সেই পোস্টার সরিয়ে দেওয়া হয় এবং প্রকাশ করা হয় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি-যুক্ত নতুন পোস্টার। কিন্তু তাতেও থামেনি বিতর্ক। সূত্রের খবর, প্রথম যে বিতর্কিত পোস্টারে কারও ছবি ছিল না, তা আবার নতুন করে প্রকাশ করার ভাবনাচিন্তা চলছে। ফলে প্রশ্ন উঠছে— মিছিলের আগে এত তড়িঘড়ি পোস্টার পাল্টানোর প্রয়োজন কেন পড়ল? কে বা কারা এই সিদ্ধান্ত নিচ্ছে?

জানা গিয়েছে, বুধবারের মিছিলে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী নিজে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বক্তব্য রাখতে পারেন। আর এই মিছিলের তিন দিন পরেই রয়েছে তৃণমূলের বার্ষিক সমাবেশ— ২১ জুলাই। ফলে এই মিছিল ঘিরে রাজনৈতিক তাৎপর্য যথেষ্টই বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts