মাঝে মাত্র কয়েকদিনের ব্যবধান। ফের দেশের নির্বাচন কমিশনকে কড়া সুরে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিঠিতে তিনি দুই গুরুত্বপূর্ণ ইস্যু—ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ এবং বেসরকারি আবাসনে ভোটকেন্দ্র স্থাপনের প্রস্তাব—নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন (Mamata Banerjee)। একইসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর ভূমিকা নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছেন।
মমতার (Mamata Banerjee) দাবি, কমিশনের আগের নির্দেশ অনুযায়ী জেলা নির্বাচনী আধিকারিকদের বলা হয়েছিল চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর বা বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের দিয়ে ভোটার তালিকার কাজ করানো যাবে না। কিন্তু সেই নির্দেশের পরও কীভাবে রাজ্যের সিইও অফিস ১ হাজার ডেটা এন্ট্রি অপারেটর এবং ৫০ জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের প্রস্তাব পাঠাল—তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, এই সিদ্ধান্তের নেপথ্যে রাজনৈতিক প্ররোচনা থাকতে পারে। মমতার প্রশ্ন—বাইরের কোনও সংস্থার হাতে সংবেদনশীল নির্বাচন-সংক্রান্ত কাজ তুলে দেওয়ার প্রয়োজন হল কেন? কোনও রাজনৈতিক দলের সুবিধা করার জন্য কি এই উদ্যোগ?
এতেই শেষ নয়। বেসরকারি আবাসনে ভোটকেন্দ্র তৈরির প্রস্তাব নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি (Mamata Banerjee)। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, কমিশন ডিইও–দের কাছে বেসরকারি হাউসিং কমপ্লেক্সে ভোটকেন্দ্র তৈরির বিষয়ে মতামত চেয়েছে। মমতার মতে, ভোটকেন্দ্র সবসময় সরকারি বা আধা-সরকারি জায়গায় হওয়াই নিয়ম। বেসরকারি আবাসনকে কেন্দ্র বানানোর সিদ্ধান্ত যথার্থ নয়, কারণ সেখানে নিয়ম লঙ্ঘন এবং পক্ষপাতের সম্ভাবনা বেশি। তাই এমন ‘অযৌক্তিক’ ভাবনা কমিশন কীসের ভিত্তিতে নিচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন।











