কলকাতা এবং দক্ষিণবঙ্গজুড়ে সকাল থেকেই টানা বৃষ্টি। তবু থেমে থাকেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহালয়ার ঠিক আগের দিন, শনিবারই শহরের একাধিক পুজোর উদ্বোধন করলেন তিনি (Mamata Banerjee)। হাতিবাগান সর্বজনীন থেকে শুরু করে টালা প্রত্যয়, এমনকি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলও এদিন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
প্রতি বছরের মতো এবারও বাংলার শারদ উৎসবের সূচনা হল মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) হাত ধরেই। তবে দেবীপক্ষ শুরু হয়নি বলে এদিন কোনও প্রতিমার উন্মোচন করেননি তিনি। মঞ্চ থেকে জানালেন, “মহালয়ার আগে আমি মাতৃমূর্তির উদ্বোধন করি না। আজ শুধু প্যান্ডেল দেখতে এসেছি।”
এদিন বক্তব্য রাখতে গিয়ে বৃষ্টি নিয়েও সতর্কবার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “আগামিকাল মহালয়ার তর্পণের মধ্যে দিয়ে সব রকম অন্ধকার, গর্জন, তর্জন কেটে যাবে। মা আসবেন আলোর বার্তা নিয়ে।” পাশাপাশি মানুষকে সতর্ক করে বলেন, “বৃষ্টিতে ভিজবেন না। প্রচণ্ড ইনফ্লুয়েঞ্জা ছড়াচ্ছে। ভিজলে শরীর খারাপ হবে, পুজোর দিনগুলো উপভোগ করতে পারবেন না।”
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর দিনগুলিতে আরও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমজনতাকে বারবার ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যখন-তখন বৃষ্টি হচ্ছে। সকলে ছাতা নিয়ে বেরবেন। আমরা প্রার্থনা করি, পুজোর দিনগুলো যেন ভালোভাবে কাটানো যায়। মা যেন পুজোর আগেই আবহাওয়া ভালো করে দেন, সবাই যেন সময়মতো সব কাজ শেষ করতে পারেন।”