Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ইডির বিরুদ্ধে থানায় এফআইআর! নজিরবিহীন পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতার
রাজ্য

ইডির বিরুদ্ধে থানায় এফআইআর! নজিরবিহীন পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতার

mamata banerjee winter
Email :17

দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন খোদ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সাম্প্রতিক কালে গোটা দেশে এমন ঘটনা আগে দেখা গিয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার দিনভর নাটকীয় পরিস্থিতির পর রাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শেক্সপীয়র সরণি থানা এবং বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়ায়। ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি চালানোর সময় সেখানে হাজির হয়ে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। দীর্ঘক্ষণ তিনি সেখানে ছিলেন। সঙ্গে ছিলেন বিধায়ক সুজিত বসু এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। শুধু তাই নয়, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতেও যান মুখ্যমন্ত্রী।

মমতার অভিযোগ, ইডি তল্লাশির সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র নিয়ে চলে গিয়েছে। তাঁর দাবি, ল্যাপটপ ও মোবাইলে থাকা তথ্যও চুরি হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার সরাসরি থানায় এফআইআর দায়ের করা হল।

লাউডন স্ট্রিট এলাকায় ইডি তল্লাশির ঘটনায় শেক্সপীয়র সরণি থানায় দুটি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে একটি মামলার অভিযোগকারী স্বয়ং মুখ্যমন্ত্রী। অন্য মামলাটি পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করেছে। চুরি, জোর করে অনুমতি ছাড়াই প্রবেশ এবং ইলেকট্রনিক তথ্য চুরির ধারায় অভিযোগ জানানো হয়েছে। যেহেতু আইপ্যাকের অফিস সেক্টর ফাইভে, তাই দ্বিতীয় অভিযোগ দায়ের হয়েছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়।

এই দুই ক্ষেত্রেই কোনও নির্দিষ্ট ইডি আধিকারিক বা সিআরপিএফ জওয়ানের নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয়েছে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কড়া ভাষায় সমালোচনা করেন। তাঁর বক্তব্য, একজন ব্যবসায়ীকে বাঁচাতে মুখ্যমন্ত্রী নিজেই এফআইআর করছেন, যা তাঁর পদের মর্যাদার সঙ্গে মানানসই নয়। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য, অন্য কাউকে দিয়ে অভিযোগ করাতে না পেরে মুখ্যমন্ত্রী নিজেই থানায় গিয়েছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts