চাকরি হারালেও এবার আর সংসার চালাতে হিমশিম নয়! রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বুধবার নবান্নে ঘোষণা করলেন, চাকরিচ্যুত গ্রুপ C ও গ্রুপ D কর্মীদের জন্য চালু হচ্ছে বিশেষ ভাতা প্রকল্প।
মুখ্যমন্ত্রী বলেন (Mamata Banerjee), “আমরা আগেই কথা দিয়েছিলাম, এবার সেই প্রতিশ্রুতি রাখছি। ২০২৫ সালের এপ্রিল মাস থেকে গ্রুপ C কর্মীরা মাসে ২৫ হাজার টাকা, আর গ্রুপ D কর্মীরা ২০ হাজার টাকা করে ভাতা পাবেন।”
এই ভাতা ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্কিম’-এর অধীনে লেবার ডিপার্টমেন্ট থেকে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এও স্পষ্ট জানান, “কারও যদি এই ভাতা না দরকার হয়, সেটা তাঁর ব্যক্তিগত পছন্দ—সরকার কাউকে জোর করবে না।”
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার গ্রুপ C ও D কর্মীর চাকরি বাতিল হয়। আদালত জানায়, এই দুই গ্রুপে নিয়োগে দুর্নীতির প্রমাণ মিলেছে বেশি। শিক্ষকরা আপাতত কাজে ফিরলেও, Group C ও D কর্মীদের কাজ করার অনুমতি নেই। সেই সময় থেকেই চাকরিহারারা আন্দোলনে নেমেছিলেন। আর সেই আবহেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে অনেকেই ‘রাজনৈতিক কৌশল ও মানবিক পদক্ষেপ’ বলেই ব্যাখ্যা করছেন।