এসএসসি মামলায় চাকরি হারানো শিক্ষাকর্মীদের জন্য মাসিক ভাতা প্রদানের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Mamata Banerjee)। শনিবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্তের সঙ্গে চাকরিহারা শিক্ষাকর্মীদের বৈঠক চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফোনে নির্দেশ দেন, ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের মাসিক ভাতা দেওয়া হবে (Mamata banerjee)।
ঘোষণা অনুযায়ী — গ্রুপ ‘সি’ কর্মীরা পাবেন মাসিক ২৫,০০০ টাকা। গ্রুপ ‘ডি’ কর্মীরা পাবেন মাসিক ২০,০০০ টাকা।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, শিক্ষকদের মতো শিক্ষাকর্মীরাও স্কুলে ফেরার অনুমতি পান কি না, সেই উদ্দেশ্যে আগামী মাসেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন (পুনর্বিবেচনার আবেদন) দাখিল করা হবে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় শিক্ষাকর্মীরা এই ভাতা পাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট ইতিমধ্যে ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার গোটা প্যানেল বাতিল করেছে, ফলে প্রায় ২৬,০০০ জন চাকরিচ্যুত হয়েছেন। তবে প্রশ্নাতীতভাবে অযোগ্য নন এমন শিক্ষকদের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ কর্মীরা সেই সুবিধা পাননি। এই পরিস্থিতিতেই শিক্ষাকর্মীদের পাশে দাঁড়িয়ে ভাতার ঘোষণা করল রাজ্য সরকার।
এদিকে, এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের এই ঘোষণা সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করছে এবং কিছু দুর্নীতিগ্রস্ত নেতাকে রক্ষা করতেই এই ভাতা দেওয়া হচ্ছে। তাঁর মতে, এই অর্থ আসছে সাধারণ মানুষের পরিশ্রমের টাকায়, যা দুর্নীতি আড়াল করতেই খরচ করা হচ্ছে।
শমীক ভট্টাচার্য এও স্বীকার করেছেন, এই ভাতা সাময়িকভাবে চাকরিচ্যুত শিক্ষাকর্মীদের অর্থনৈতিক কিছু সুরাহা দিলেও, এর নেপথ্যে উদ্দেশ্য রাজনৈতিক।