পবিত্র মহরমের রাতে স্বামী ছিলেন বাইরে। রাতে বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়েন স্ত্রী। মধ্যরাতে স্বামীর খোঁজে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন তিনি (Maheshtala)। কিন্তু এরপরই ঘটে অঘটন। কিছুক্ষণের মধ্যেই খবর আসে—স্থানীয় এক গলির মোড়ে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন ওই মহিলা। ছুটে যান স্বামী, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়ে দেন, স্ত্রী আর নেই (Maheshtala)।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগততলায়। মৃতার নাম শিল্পী বিবি, বয়স ৩৪ (Maheshtala)। পেশায় ছিলেন একজন নার্স। পরিবার সূত্রে খবর, রাতে স্বামী মহরম উপলক্ষে বাইরে বেরিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও তিনি বাড়ি না ফেরায় শিল্পী উদ্বিগ্ন হয়ে স্বামীর খোঁজে বেরিয়ে পড়েন (Maheshtala)।
রাত আড়াইটে নাগাদ ফোনে খবর আসে—শিল্পী বিবিকে গলির মোড়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে স্বামী কার্যত স্তম্ভিত হয়ে যান। স্থানীয় বাসিন্দারা জানান, মহিলার দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় পুলিশে। মহেশতলা থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শিল্পীর স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রীকে খুন করা হয়েছে। কারণ, দেহ উদ্ধারের সময় তাঁর গলায় ওড়না পেঁচানো ছিল। বিষয়টি দেখে সন্দেহ জোরাল হয়েছে, এটি নিছক দুর্ঘটনা নয়। যে বাড়ির সামনে দেহটি পাওয়া গিয়েছে, সেই বাড়ির একজন বাসিন্দাকে পুলিশ আটক করে নিয়ে গিয়েছে মহেশতলা থানায়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক। নিখুঁত নার্স, সদা হাসিখুশি শিল্পীর এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না কেউই।