Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • চাঁদমারি ঘাটে মানুষের ঢল, সতর্ক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল
রাজ্য

চাঁদমারি ঘাটে মানুষের ঢল, সতর্ক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল

mahalaya aaa
Email :1

আজ মহালয়া (Mahalaya)। পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা। ভোর থেকে গঙ্গার ঘাটে-ঘাটে ভিড় জমেছে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করতে। বাবুঘাট, বাগবাজার, শোভাবাজার, নিমতলা – সর্বত্র ভক্তদের ভিড় উপচে পড়েছে (Mahalaya)। শুধু কলকাতাই নয়, জেলার বিভিন্ন ঘাটেও একই ছবি। তর্পণের নিরাপত্তায় পুলিশ মোতায়েন, বাড়তি ফোর্স রাখা হয়েছে। গঙ্গাবক্ষে টহল দিচ্ছে রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল, যাতে কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে (Mahalaya)।

হাওড়ার চাঁদমারি ঘাটে সকাল থেকেই উপচে পড়া ভিড় (Mahalaya)। অসংখ্য মানুষ পূর্বপুরুষদের উদ্দেশে জল, তিল ও অন্ন নিবেদন করেছেন। শুধু চাঁদমারি নয়, প্রতিটি ঘাটেই আজ মানুষের ঢল নেমেছে। কলকাতার বাইরেও বীরভূমের তিলপাড়া জলাধার, বাঁকুড়ার সতীঘাট, দিঘা – সর্বত্র চলছে মহালয়ার তর্পণ।

অন্যদিকে, মহালয়ার আগের দিনই বড় বড় দুর্গাপুজো মণ্ডপগুলির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শ্রীভূমি, টালা প্রত্যয়, হাতিবাগান সর্বজনীনের মতো খ্যাতনামা পুজো উদ্বোধন করেন তিনি। হাতিবাগান সর্বজনীনের উদ্বোধন থেকে সূচনা করেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। মমতা আগেই জানিয়ে দিয়েছিলেন, তর্পণের আগে তিনি মাতৃমূর্তির উদ্বোধন করেন না। তাই এবারও সেই রীতি বজায় রেখেই আগেভাগে প্যান্ডেল উদ্বোধন করেছেন তিনি।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts