Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • নোটিস ছাড়া চলে এল বুলডোজার! চোখের সামনে গুঁড়িয়ে গেল বছরের পর বছর গড়ে তোলা দোকান—ব্যবসায়ীদের আর্তনাদে উত্তাল এলাকা!
রাজ্য

নোটিস ছাড়া চলে এল বুলডোজার! চোখের সামনে গুঁড়িয়ে গেল বছরের পর বছর গড়ে তোলা দোকান—ব্যবসায়ীদের আর্তনাদে উত্তাল এলাকা!

lords more
Email :4

কলকাতার খিদিরপুরের লর্ডেস মোড়ে বৃহস্পতিবার দুপুরে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি (Lords More)। সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে প্রবল প্রতিরোধের মুখে পড়তে হল কলকাতা পুরসভা ও পুলিশকে। অভিযোগ, কোনওরকম নোটিস বা আগাম বার্তা ছাড়াই একঝটকায় ভেঙে ফেলা হল প্রায় ১২০টি দোকান। চরম ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় ব্যবসায়ীরা, যাঁদের অনেকেরই জীবনের একমাত্র অবলম্বন ছিল এই ছোট ছোট দোকান (Lords More)।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই উচ্ছেদ অভিযান চালানো হয় (Lords More)। তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে থাকা প্রায় ২৯ কাটা সরকারি জমি দখলমুক্ত করতে উদ্যোগ নেয় প্রশাসন। সেইমতো এদিন দুপুরে কলকাতা পুরসভা আটটি ডাম্পার, একটি জেসিবি ও একটি টেলিয়ান নিয়ে অভিযান শুরু করে। কলকাতা পুলিশের সহায়তায় প্রায় সেনা-স্টাইলে শুরু হয় উচ্ছেদ। কিন্তু দোকানদাররা ক্ষোভে ফেটে পড়েন (Lords More)।

তাঁদের দাবি, এই উচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি এবং অমানবিক (Lords More)। এক ব্যবসায়ী বলেন, “আমাদের কোনও নোটিস দেওয়া হয়নি। কেউ কিছু জানায়নি। হঠাৎ এসে দোকান ভাঙা শুরু করে দিল।” আরেকজন বলেন, “দুপুর দু’টো নাগাদ এখানে এল তারা। তারপর কিছু না বলেই একের পর এক দোকান গুঁড়িয়ে দিল। সব মিলিয়ে ১২০টা দোকান শেষ করে দিয়েছে। ইচ্ছা করেই ভেঙেছে আমাদের দোকান।”

এমনকী একজন মহিলা ব্যবসায়ী আরও ভয়ংকর অভিযোগ করেছেন (Lords More)। তাঁর দাবি, “খিদিরপুরের বাজারে আগুন লাগানোর ঘটনাও ইচ্ছাকৃত ছিল। আজ সকালে এসেছিল, বলেছিল শুধু পিছনের দিকটা পরিষ্কার করবে। দোকান ভাঙবে না। আর এখন দেখুন, সব কিছু গুঁড়িয়ে দিল।”

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহু ব্যবসায়ী কার্যত পথে বসে গিয়েছেন। যাঁরা দিনের আয়ে দিন খেতে অভ্যস্ত, তাঁদের মাথায় এখন শুধুই অনিশ্চয়তা। প্রশাসনের তরফে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts