Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ফুটবলের মক্কায় কী হল! মেসির অনুষ্ঠান ভেস্তে, সংবর্ধনা ছাড়াই কলকাতা ছাড়লেন আর্জেন্টাইন তারকা
খেলা

ফুটবলের মক্কায় কী হল! মেসির অনুষ্ঠান ভেস্তে, সংবর্ধনা ছাড়াই কলকাতা ছাড়লেন আর্জেন্টাইন তারকা

kolkata messi
Email :4

ভারতীয় ফুটবলের মক্কা বলে পরিচিত কলকাতাতেই ঘটল অনভিপ্রেত ঘটনা। লিওনেল মেসির (Leonel Messi) উপস্থিতিতে যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুষ্ঠান শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই তৈরি হয় চরম বিশৃঙ্খলা। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে নির্ধারিত সময়ের অনেক আগেই যুবভারতী ছাড়তে বাধ্য হন মেসি। শুধু তাই নয়, যে সংবর্ধনা দেওয়ার কথা ছিল, তা হওয়ার আগেই মাঠ থেকে বেরিয়ে যান আর্জেন্টাইন তারকা (Leonel Messi)। সময়সূচি অনুযায়ী মেসির আরও কিছুক্ষণ মাঠে থাকার কথা থাকলেও তাঁর সঙ্গে লুই সুয়ারেজ ও রদ্রিগো ডি’পলও আগেভাগেই স্টেডিয়াম ছাড়েন।

মেসি (Leonel Messi)  মাঠ ছেড়ে চলে যেতেই হাজার হাজার দর্শক ‘ভগবান দর্শন’ থেকে বঞ্চিত হন। এতদিনের অপেক্ষা মুহূর্তে ভেস্তে যাওয়ায় গ্যালারিতে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ছিঁড়ে ফেলা হয় ফ্লেক্স ও ব্যানার। দর্শকাসন থেকে মাঠে ছোড়া হয় জলের বোতল। প্রশ্ন উঠছে, কেন এমন পরিস্থিতি তৈরি হল।

জানা গিয়েছে, যুবভারতীতে মেসিকে(Leonel Messi)  দেখানোর জন্য তিনটি জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছিল। কিন্তু মাঠে মেসিকে ঘিরে ছিলেন প্রায় ৭০ থেকে ৮০ জনের একটি দল। ফলে সাধারণ দর্শকরা, যাঁরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, তাঁরা মেসিকে ঠিকভাবে দেখতে পাননি। এই বঞ্চনাই ধীরে ধীরে ক্ষোভে রূপ নেয়।

স্টেডিয়ামের বাইরে দর্শকদের ক্ষোভ আরও স্পষ্ট হয়ে ওঠে। কেউ বলছেন, “প্রায় ১০ হাজার টাকার টিকিট কেটে এসেছি, কিন্তু কিছুই দেখতে পেলাম না। শুধু মন্ত্রীরা মাঠে ঘুরে বেড়াচ্ছিল।” কেউ কেউ গ্যালারির গেট ভাঙার চেষ্টাও করেন। একই সঙ্গে উঠছে গুরুতর প্রশ্ন—যেখানে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা নিষিদ্ধ, সেখানে এত বোতল মাঠে এল কীভাবে।

সব মিলিয়ে, ফুটবলের শহর কলকাতায় মেসির অনুষ্ঠান যে এমন বিশৃঙ্খলার মধ্যে শেষ হবে, তা কেউই কল্পনা করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts