দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমা ঘিরে বিতর্ক আরও বেড়েছে। শুরু থেকেই তৃণমূল এই ছবিকে ভালভাবে নেয়নি। এমনকি মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। এবার এই নিয়ে সরাসরি মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
তিনি (Kunal Ghosh) ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিবেক অগ্নিহোত্রী নাটক করছেন। উনি যেসব ছবি বানান, সেগুলো মানুষে মানুষে বিভেদ তৈরি করে। তাহলে গুজরাট ফাইলস, ইউপি ফাইলস বা মণিপুর ফাইলস কেন বানালেন না?” কুণালের বক্তব্য, “তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বের করে দেওয়া উচিত। সত্যজিত রায়ের বাংলায় দাঁড়িয়ে বিভেদ ছড়ানো লজ্জার বিষয়।”
তিনি (Kunal Ghosh) আরও অভিযোগ করেন, বিজেপির পরিকল্পিত চক্রান্তের অংশ হিসেবে বাংলাকে অপমান করা হচ্ছে। তাই পরিচালককে মরিস সেরুলোর মতো বাংলার বাইরে পাঠানোই উচিত।
এদিকে, সিনেমার সঙ্গে অভিনেতা সৌরভ দাসের যোগ নিয়েও প্রশ্ন উঠেছে। একুশের নির্বাচনের আগে তিনি তৃণমূলে যোগ দিলেও পরে আর ঘাসফুল শিবিরে দেখা যায়নি তাঁকে। রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে, ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ অভিনয় করায় কি দূরে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে?
শনিবার বাইপাসের ধারে এক হোটেলে এই সিনেমার ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ উঠেছে, অনুষ্ঠানের মাঝেই বাধা দেওয়া হয়। পরিচালক অভিযোগ করে বলেন, “মানুষের কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা চলছে।” তবে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাধা দেওয়ার কারণ শুধুই পেমেন্ট সংক্রান্ত সমস্যা।