নবান্ন অভিযান নিয়ে ফের তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। রাখির দিনে এই কর্মসূচি কেন, তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। একইসঙ্গে তিলোত্তমার মা-বাবার ভূমিকা নিয়েও প্রকাশ্যে সরব হলেন (Kunal Ghosh)।
শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক থেকে কুণাল (Kunal Ghosh) বলেন, “অকারণে মানুষের সহানুভূতি হারাচ্ছেন তিলোত্তমার মা-বাবা। পবিত্র রাখির দিনে, যখন ভ্রাতৃত্বের বন্ধন উদ্যাপন হয়, তখন বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে গন্ডগোল পাকানোর জন্য নবান্ন অভিযানের ডাক দিয়েছে। ৮০ থেকে ১০০ জন, আর কোথাও থেকে জোড়া-জোড়ি করে ৫৩০ জন লোক—এটাই তাদের উপস্থিতি। এটা চূড়ান্ত ফ্লপ, দিশেহারা কর্মসূচি। কিছু মুখোশধারী নাটক করতে গিয়েছিল কিছু অতিথি শিল্পীকে নিয়ে।”
তিনি (Kunal Ghosh) তীব্র কটাক্ষ করে আরও বলেন, “যাঁরা পবিত্র দিনে এই ধরনের কর্মসূচি করেন, তাঁরা কি সত্যিই হিন্দু? মুখে সনাতন ধর্মের কথা বলেন, অথচ রাখির দিনে ‘নবান্ন চলো’? শুনেছেন কখনও?”
এরপর কুণাল সরাসরি প্রশ্ন তোলেন—যদি ক্ষোভ থাকে সিবিআইয়ের বিরুদ্ধে, তাহলে নবান্ন অভিযান কেন? “তদন্ত করছে সিবিআই, সিবিআই নিয়ন্ত্রণ করে বিজেপি, আর বিজেপির সঙ্গে নিয়ে নবান্ন অভিযান? সিজিও কমপ্লেক্সে যাওয়া উচিত ছিল তো! একটা সীমা আছে সব কিছুর,” বলেন তিনি।
তবে আক্রমণের মাঝেও তিলোত্তমার মা-বাবার প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি জানাতে ভোলেননি কুণাল। তাঁর বক্তব্য, “তিলোত্তমার মা-বাবার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে। কিন্তু বিজেপি তাঁদের রাস্তায় নামিয়ে পুলিশের মুখে ঢেলে দিয়ে, নিজেরা ধস্তাধস্তি করে নাটক করল। যদি তাঁরা আহত হয়ে থাকেন, তাহলে আমাদের পূর্ণ সহানুভূতি থাকবে। কিন্তু তাঁদের আবেগকে যারা রাজনীতির হাতিয়ার করেছে, আমরা তাদের বিরোধিতা করব।”