Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Kunal Ghosh: ক্যামেরা দেখেই হাত-পা ছুঁড়ে নাটক করছেন! চাকরিহারাদের তীব্র কটাক্ষ কুণাল ঘোষের
রাজ্য

Kunal Ghosh: ক্যামেরা দেখেই হাত-পা ছুঁড়ে নাটক করছেন! চাকরিহারাদের তীব্র কটাক্ষ কুণাল ঘোষের

Email :11

বিকাশ ভবনের সামনে চলা চাকরিহারাদের প্রতিবাদ আন্দোলন (Kunal Ghosh) নিয়ে ফের রাজনীতির উত্তাপ চরমে। পুলিশের লাঠিচার্জের অভিযোগ (Kunal Ghosh), তীব্র দাবদাহে শিক্ষক-শিক্ষিকাদের অবস্থান, আর তারই মাঝখানে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ও কুণাল ঘোষের বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফুঁসছে বঞ্চিত চাকরিপ্রার্থীরা (Kunal Ghosh)।

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম স্পষ্ট ভাষায় বলেন, “মায়ের অসুস্থতা বলে বাড়ি যাওয়া বন্ধ নয়। বিকাশ ভবনে বসে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় বদলানো যাবে না। এটা নাটক!” এই মন্তব্যে চরম অপমান বোধ করছেন আন্দোলনরত শিক্ষকরা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আরও একধাপ এগিয়ে বলেন, “একজন ছেলেকে দেখলাম ক্যামেরার সামনে হাত-পা ছুঁড়ে পড়ে যাচ্ছে। ক্যাম লুক কীভাবে দিতে হয় সেটা বুঝে শুয়ে পড়ছে!”

তিনি আরও দাবি করেন, “শান্তিপূর্ণ আন্দোলনে আপত্তি নেই, কিন্তু নাটক করে যদি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রভাব ফেলার চেষ্টা হয়, তাহলে বিষয়টা অন্যরকম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটা রিলিফ দিচ্ছে, সেটা যেন অশান্তির কারণে না আটকে যায়।”

কুণাল ও ফিরহাদের মন্তব্যে রীতিমতো বিস্ফোরিত আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য,
“আমরা ন্যায্য চাকরি চাইছি। আমাদের দীর্ঘদিনের সংগ্রামকে নাটক বলা অপমান নয় তো কী?” এক আন্দোলনকারী বলেন“যাঁরা নিজের ঘরে বসে এসি ঘরে মন্তব্য করছেন, তাঁরা আমাদের যন্ত্রণা জানেন না। বাংলার শিক্ষকদের নিয়ে তামাশা বন্ধ হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts