Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “সিবিআইকে টাকা খাইয়েছে রাজ্য সরকার”— তিলোত্তমার বাবার অভিযোগে বিস্ফোরক কুণাল ঘোষ
রাজ্য

“সিবিআইকে টাকা খাইয়েছে রাজ্য সরকার”— তিলোত্তমার বাবার অভিযোগে বিস্ফোরক কুণাল ঘোষ

kunal ghosh s
Email :1

“রাজ্য সরকার সিবিআইকে টাকা দিয়ে কিনে ফেলেছে, আর সেই সমঝোতার ব্যবস্থা করেছে কুণাল ঘোষ”—এই বিস্ফোরক অভিযোগ করেছেন তিলোত্তমার বাবা। এই মন্তব্যের জবাবে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) সরাসরি প্রতিবাদ জানিয়েছেন।

কুণাল (Kunal Ghosh) নিজের এক্স (X) হ্যান্ডেলে সাংবাদিকদের দেওয়া তিলোত্তমার বাবার সাক্ষাৎকারের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন— “মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রণা আমি বুঝি, কিন্তু তাই বলে যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়েও প্রশ্ন ওঠে। আমার নাম করে এমন মিথ্যা অভিযোগ করলেন— কার কথায়, কোন প্রমাণে?”

কুণাল (Kunal Ghosh) আরও বলেন, তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের দু’টি মামলা চলছে এবং তিনি নিজেই আইনি লড়াই লড়ছেন। এই অবস্থায় তিনি কীভাবে কোনও ‘সেটেলমেন্ট’ করবেন? আর সিবিআই-ই বা কেন তা মেনে নেবে?

তাঁর দাবি, “সবাই জানে সিবিআইকে নিয়ন্ত্রণ করে বিজেপি। অথচ উনি (তিলোত্তমার বাবা) তাদের সঙ্গেই নবান্ন অভিযানে অংশ নিয়েছেন। আপনার প্রতি সম্মান রেখেই বলছি— আমাকে জড়িয়ে সিবিআই নিয়ে এই ধরনের মিথ্যা প্রচার আসলে ঠান্ডা মাথায় করা অপরাধমূলক অপপ্রচার।”

উল্লেখ্য, প্রথম থেকেই সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা-মা এবং আদালতেও সেই কথা বলেছেন। এবার তিলোত্তমার বাবা অভিযোগ তুলেছেন, রাজ্য সরকার সিবিআইকে টাকা দিয়ে ম্যানেজ করেছে, আর সেখানে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন কুণাল ঘোষ। এই অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে পাল্টা সুর চড়ালেন কুণাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts