বাংলা ভাষার মঞ্চ ভাঙা নিয়ে সেনা ও তৃণমূলের দ্বন্দ্বের আঁচ এখন ছড়িয়ে পড়েছে আরও এক নতুন ঘটনায় (Kolkata Police)। মঙ্গলবার সকালেই রাইটার্স বিল্ডিংয়ের সামনে সেনার একটি ট্রাক থামায় কলকাতা ট্রাফিক পুলিশ। এরপরই শুরু হয় বিতর্কের ঝড়। কলকাতা পুলিশ জানায়, সেনার ওই ট্রাক বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল, সিগন্যাল মানা হয়নি এবং ট্রাফিক লেন ভঙ্গ করা হয়েছিল। ফলে অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা এড়ানো গেছে (Kolkata Police)।
এই ঘটনার ভিত্তিতে কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানায় সেনার ট্রাকচালকের বিরুদ্ধে ২৮১ ধারায় মামলা রুজু হয়েছে (Kolkata Police)। অভিযোগ দায়ের করেছেন হেড কোয়ার্টার ট্রাফিক গার্ডের এক ট্রাফিক সার্জেন্ট। এ প্রসঙ্গে কলকাতা পুলিশের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “এটি সম্পূর্ণ ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা। সিসিটিভি ফুটেজে সব প্রমাণ পাওয়া গেছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অযাচাইকৃত তথ্য ছড়িয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।”
তবে সেনার পক্ষ থেকে দাবি, ট্রাক খুব ধীর গতিতেই চলছিল। বিভাজক থাকার কারণে সঠিকভাবে পথ বোঝা যায়নি । সেনা জওয়ানদের বক্তব্য অনুযায়ী, এখানে ইচ্ছাকৃতভাবে নিয়ম ভাঙা হয়নি।
ঘটনায় আরও এক নাটকীয় মোড়—সেনার ট্রাকটির পিছনেই আসছিল কলকাতার নগরপাল মনোজ ভার্মার গাড়ি। সূত্রের খবর, সেই কারণেই ট্রাফিক পুলিশ বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে দেখে।
বাংলা ভাষার মঞ্চ ঘিরে সেনা–তৃণমূল সংঘাতের আগুন এখনও ঠান্ডা হয়নি। তার মধ্যেই নতুন করে সেনার ট্রাক–কলকাতা পুলিশের এই দ্বন্দ্বে রাজনীতি আরও তপ্ত হয়ে উঠল।