মধ্য কলকাতার (Kolkata) এন্টালি থানা এলাকা থেকে অস্ত্রসহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম আহমেদ হোসেন বা মহম্মদ মধু এবং রাজা খান। পুলিশের সন্দেহ, তারা গুলশন কলোনির গতকালের সংঘর্ষের সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনা ঘটে বৃহস্পতিবার গভীর রাতে। ক্যানাল রোড ও কনভেন্ট রোডের সংযোগস্থলে রাত প্রায় তিনটায় দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে টহলদারি পুলিশ (Kolkata)। সন্দেহভাজনদের তল্লাশি চালালে বেরিয়ে আসে একটি একনলা দেশি বন্দুক এবং দুটি কার্তুজ। এরপরই ধৃতদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার সূত্রপাত গুলশন কলোনির একটি কারখানাকে কেন্দ্র করে (Kolkata)। দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার একটি গোষ্ঠী কারখানার মালিককে ভয় দেখালে প্রতিবাদ করে অন্য গোষ্ঠী। এরপরই সংঘর্ষ শুরু হয়। এলাকায় অন্তত তিন রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। সংঘর্ষে দু’জন জখম হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ এখন খতিয়ে দেখছে ধৃতরা কি সত্যিই গুলশন কলোনির সংঘর্ষে সরাসরি জড়িত ছিলেন কি না। অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।