সামনেই দুর্গাপুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে শহর জুড়ে শেষ মুহূর্তের তোড়জোড় চলছে। ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা মেট্রোও ( Kolkata Metro)। কর্তৃপক্ষের ধারণা, এবারের পুজোয় মেট্রোয় ভিড় গত বছরের চেয়েও অনেক বেশি হবে। তাই যাত্রীদের সুবিধার জন্য একাধিক পদক্ষেপ করা হচ্ছে ( Kolkata Metro)।
সবচেয়ে বড় উদ্যোগ হল নতুন ‘টুরিস্ট স্মার্ট কার্ড’ ( Kolkata Metro)। এই বিশেষ কার্ড থাকলে যাত্রীরা যতবার খুশি মেট্রোয় চড়তে পারবেন। বুধবার মেট্রোর ( Kolkata Metro) তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এই কার্ডের মেয়াদ থাকবে তিন দিন এবং পাঁচ দিন। দাম পড়বে যথাক্রমে ২৫০ টাকা ও ৫৫০ টাকা। শহরের সমস্ত মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকেই এই কার্ড পাওয়া যাবে।
গত বছর পুজোর দিনগুলিতে প্রতিদিন গড়ে প্রায় ৯ লক্ষ মানুষ মেট্রো ব্যবহার করেছিলেন। এবার মেট্রো নেটওয়ার্ক আরও বড় হয়েছে। তাই অনুমান করা হচ্ছে, প্রতিদিন ১১ থেকে ১২ লক্ষ যাত্রী মেট্রোয় ভ্রমণ করবেন।
যাত্রীদের ভিড় এড়াতে এবং সময় বাঁচাতে স্মার্ট কার্ড বা টুরিস্ট কার্ড ব্যবহার করতে অনুরোধ করেছে মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি, যাত্রীরা চাইলে ‘আমার মেট্রো’ অ্যাপ ব্যবহার করে টিকিট কাটতে পারবেন। সেক্ষেত্রে ৫ শতাংশ ছাড়ও দেওয়া হবে। কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগে পুজোর সময় যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও মসৃণ হবে।