টানা বৃষ্টির জেরে ফের বিপদে পুরনো কলকাতা (Kolkata)। মঙ্গলবার সকালে শহরের প্রাণকেন্দ্র রানি রাসমণি রোডে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহু পুরনো বাড়ির একাংশ। সৌভাগ্যবশত, দুর্ঘটনার সময় বাড়িটি ফাঁকা থাকায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে (Kolkata)।
২৪ নম্বর রানি রাসমণি রোডে (Kolkata) দাঁড়িয়ে থাকা এই পুরনো বাড়িটিকে আগেই বিপজ্জনক বলে ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। জানানো হয়েছিল, এই বাড়ি বসবাসের অযোগ্য, অবিলম্বে মেরামতির কাজ শুরু করতে হবে। সেই নির্দেশ থাকা সত্ত্বেও কোনও সংস্কার হয়নি (Kolkata)। আর তার ফলেই মঙ্গলবার সকালেই শহরবাসী প্রত্যক্ষ করল এক হৃদয় কাঁপানো দৃশ্য—চোখের সামনে ভেঙে পড়ল বাড়ির একাংশ।
ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকরা (Kolkata)। বাড়ির মালিকপক্ষের সঙ্গে চলছে কথাবার্তা। কী কারণে এখনও পর্যন্ত বাড়ির মেরামতির কাজ শুরু হয়নি, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, টানা বৃষ্টির ফলেই বাড়ির দুর্বল কাঠামো ভেঙে পড়েছে।
এই ঘটনা শহরের স্মৃতি ফিরিয়ে দিয়েছে জুন মাসের বউবাজারের ভয়াবহ বাড়ি ভাঙনের। সেবার শ্রীনাথ দাস লেনে ভেঙে পড়েছিল একটি বহু পুরনো বাড়ি, যার মেরামতির কাজ চলাকালীন ধসে গুরুতর জখম হন এক নির্মাণ শ্রমিক।
প্রতিবারই ঘটনা ঘটে, তারপর তদন্ত, রিপোর্ট, নির্দেশ। কিন্তু কার্যত কোনও স্থায়ী সমাধান নেই। তিলোত্তমার বুকজুড়ে আজও দাঁড়িয়ে আছে শতাধিক বিপজ্জনক পুরনো বাড়ি, যেকোনও মুহূর্তে ঘটতে পারে আরও একটি ধ্বংসের কাহিনি। প্রশাসনের নজরদারি আর বাসিন্দাদের সচেতনতা ছাড়া আর কোনও উপায় নেই ভবিষ্যতের বিপদ এড়ানোর।