রাতভর টানা বৃষ্টিতে তলিয়ে গেল শহর কলকাতা (Kolkata)। আর সেই জলই বিপদের মুখে ঠেলে দিল বহু মানুষকে। শুক্রবার সকালে শহরের গিরিশ পার্ক ও বউবাজার এলাকায় ভেঙে পড়ল দু’টি পুরনো বাড়ির একাংশ। সৌভাগ্যবশত, এই ভয়ঙ্কর ঘটনার পরেও কোনও হতাহতের খবর মেলেনি। তবে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক (Kolkata)।
বউবাজারের (Kolkata) একটি পুরনো বাড়ি দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। শুক্রবার সকাল সকাল সেই বাড়ির কিছু অংশ আচমকাই ভেঙে পড়ে নিচের ফুটপাতে থাকা একটি ছোট দোকানের উপর। দোকানটি ক্ষতিগ্রস্ত হলেও আশ্চর্যজনকভাবে কোনও ব্যক্তি আহত হননি।
অন্যদিকে, গিরিশ পার্ক এলাকাতেও (Kolkata) একই ছবি। আগেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়।
এদিকে, রাতভর বৃষ্টিতে কলকাতার একাধিক রাস্তায় জমেছে জল। তবে পুরসভা ও প্রশাসন দ্রুততার সঙ্গে পাম্প চালিয়ে জল সরানোর কাজ শুরু করেছে। বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই জল নামতে শুরু করেছে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ।
বৃষ্টির জেরে শহরের ফোর্ট উইলিয়াম সংলগ্ন ময়দানে পড়ে যায় একটি বিশাল গাছ (Kolkata)। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও যানজট বা দুর্ঘটনার খবর নেই। কলকাতা পুলিশ দ্রুততার সঙ্গে গাছ সরিয়ে রাস্তাঘাট পরিষ্কার করে।
এই টানা বৃষ্টির ফলে পুরনো বাড়িগুলোর অবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। বহু বাড়ি বিপজ্জনক অবস্থায় থাকলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা।