Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • শীতের কলকাতায় ফের আগুন, বি বি গাঙ্গুলি স্ট্রিটে অগ্বিগর্ভ পরিস্থিতি
রাজ্য

শীতের কলকাতায় ফের আগুন, বি বি গাঙ্গুলি স্ট্রিটে অগ্বিগর্ভ পরিস্থিতি

bb ganguly streer
Email :2

শীতের কলকাতায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার সকালে বি বি গাঙ্গুলি স্ট্রিটের একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে (Kolkata fire)। দোকানে প্রচুর পরিমাণে দাহ্য প্লাইউড মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলিতেও ছড়িয়ে যেতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের মোট ১২টি ইঞ্জিন পৌঁছয় (Kolkata fire)।

বি বি গাঙ্গুলি স্ট্রিট অত্যন্ত ঘিঞ্জি এলাকা। সরু গলির দু’ধারে সারি সারি দোকান (Kolkata fire) রয়েছে। সকালে একটি কাঠের দোকানের পিছনের অংশে প্রথম আগুন লাগে। দোকানের এক কর্মী আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। স্থানীয় দোকানিরা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলে খবর দেওয়া হয়। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে। কিন্তু ততক্ষণে আগুন আশপাশের আরও দু’টি দোকানের সামনের অংশে ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বেগতিক দেখে দমকল ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। পরে আরও সাতটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবে সরু রাস্তার কারণে দমকলের গাড়ি ঢুকতে বেশ সমস্যায় পড়তে হয়। আগুন দোকানের সামনের অংশে পৌঁছে যাওয়ায় কর্মীরা যতটা সম্ভব ফার্নিচার বাইরে বের করে আনার চেষ্টা করেন। পাশের একটি খাবারের দোকানেও আগুন লেগে যায়।

এক দোকানকর্মী জানান, আগুনের তীব্রতা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দমকল দ্রুততার সঙ্গে কাজ করেছে। তবে দোকানের পিছনের দিকে কোথাও আগুনের কোনও অংশ এখনও জ্বলছে কি না, তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। ঘটনায় বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts