Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “প্রতিবাদ করলে এই পরিণতি?”—সেনাকর্মীদের হাতে মার খেয়ে হাসপাতালের বেডে কাতর যুবক! কচকচ করছে পানশালার সিসিটিভি!
রাজ্য

“প্রতিবাদ করলে এই পরিণতি?”—সেনাকর্মীদের হাতে মার খেয়ে হাসপাতালের বেডে কাতর যুবক! কচকচ করছে পানশালার সিসিটিভি!

cctv footage
Email :15

সল্টলেকের তথ্যপ্রযুক্তি নগরীর ইপি ব্লকে শনিবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ও উদ্বেগজনক ঘটনা (Kolkata)। অভিযোগ, এক পানশালায় এক তরুণীকে প্রকাশ্যে হেনস্তা করলেন মদ্যপ সেনাকর্মীরা। সেই মুহূর্তে তরুণীর সঙ্গে থাকা যুবক প্রতিবাদ করলে তাঁর উপর নেমে আসে অমানবিক নির্যাতন। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। বর্তমানে বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহত যুবক (Kolkata)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত দেড়টা থেকে দু’টোর মধ্যে ওই পানশালায় যান এক যুবক ও তাঁর সঙ্গিনী (Kolkata)। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন একদল সেনাকর্মী। অভিযোগ, মদ্যপ অবস্থায় থাকা সেনা জওয়ানদের কেউ একজন ওই তরুণীকে কটূক্তি করেন। প্রতিবাদ করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা (Kolkata)। হঠাৎ করেই শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। কিছুক্ষণের মধ্যেই সেটি রূপ নেয় বীভৎস হামলায়।

অভিযোগ, সেনাকর্মীরা ওই যুবকের উপর চড়াও হন। তাঁকে মদের বোতল দিয়ে মাথায় মারধর করা হয়, ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। একাধিকবার আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। তাঁর অবস্থা এখনও সংকটজনক বলেই জানা গিয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পানশালার ভিতরে কী ঘটেছিল, তা জানার জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আশপাশের ব্যবসায়ী ও কর্মীদের অধিকাংশই এ নিয়ে মুখ খুলতে নারাজ। তাঁরা শুধু জানিয়েছেন, একটি বড় ঝামেলা হয়েছিল, তবে বিস্তারিত তাঁরা জানেন না।

ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। সেনাবাহিনীর মতো সংবেদনশীল বিভাগের কর্মীরা যদি এমন আচরণ করেন, তাহলে সাধারণ নাগরিক কতটা নিরাপদ? এ বিষয়ে সেনাবাহিনীর তরফ থেকেও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts