Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ব্যাঙ্কক যাওয়ার মুখে বড়সড় বিপত্তি! মাঝরাতে ১৩৭ যাত্রী নিয়ে বন্ধ হয়ে গেল বিমান!
রাজ্য

ব্যাঙ্কক যাওয়ার মুখে বড়সড় বিপত্তি! মাঝরাতে ১৩৭ যাত্রী নিয়ে বন্ধ হয়ে গেল বিমান!

kolkata airport
Email :12

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) ফের চাঞ্চল্যকর ঘটনা। ব্যাঙ্ককের উদ্দেশ্যে রওনা হওয়ার ঠিক আগেই বড়সড় যান্ত্রিক ত্রুটিতে থমকে গেল একটি যাত্রীবাহী বিমান। শুক্রবার রাতে কলকাতা থেকে ব্যাঙ্ককের উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল ফ্লাইট SL243-এর। তাতে থাকা ১৩৭ জন যাত্রী এবং ক্রু মেম্বারদের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হলেও, ঠিক ওড়ার মুহূর্তে ধরা পড়ে প্রযুক্তিগত বিপর্যয় (Kolkata Airport) ।

প্রথমে যাত্রীদের বোর্ডিং সম্পন্ন হয় (Kolkata Airport) । কিন্তু বিমানে ওঠার পরই তাঁরা লক্ষ্য করেন, ভিতরে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) কাজ করছে না। যাত্রীরা একের পর এক অভিযোগ জানালেও কোনও সদুত্তর মেলেনি। বেশ কিছুক্ষণ বিভ্রান্তির পর জানা যায়, বিমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ—ফ্ল্যাপ সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে (Kolkata Airport) ।

ফ্ল্যাপ বিকল হওয়ার অর্থ, বিমানের ওড়ার ক্ষমতা ও নিরাপত্তা দুটোই বিপন্ন। সেই কারণে কোনওরকম ঝুঁকি না নিয়ে বিমান কর্তৃপক্ষ অবশেষে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেন। রাতের পর রাত কেটে যায় বিমানে বসে। অবশেষে শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ বিমানের ভিতর থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়।

এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ যাত্রীরা। তাঁদের অনেকেই রাতভর বিমানেই আটকে ছিলেন, অস্বস্তিকর অবস্থায়। পরে বিমান সংস্থা যাত্রীদের কলকাতা বিমানবন্দরের কাছাকাছি একটি হোটেলে রাখার ব্যবস্থা করে। আপাতত সেখানেই তাঁদের বিশ্রামের বন্দোবস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

তবে এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে কলকাতা বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির জেরে ফ্লাইট বাতিল বা বিলম্বের ঘটনা বেড়েই চলেছে। বিমানে ওঠার পর এভাবে ফ্ল্যাপ বিকল হয়ে পড়া অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠছে বিমান সংস্থাগুলির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা প্রক্রিয়া নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts