Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “৫৬ লক্ষ বেতনে ৫ কোটি ৮৬ লক্ষ সম্পত্তি!”— দুর্নীতির পাহাড়ে গ্রেফতার কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার
রাজ্য

“৫৬ লক্ষ বেতনে ৫ কোটি ৮৬ লক্ষ সম্পত্তি!”— দুর্নীতির পাহাড়ে গ্রেফতার কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার

arrested
Email :3

কলকাতা পৌরনিগমের অ্যাসফল্টাম বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোঙদার (KMC Engineer Arrested)–এর সম্পত্তির অঙ্ক শুনে হতবাক তদন্তকারীরা। পাঁচ বছরে বেতন পেয়েছেন মাত্র ৫৬ লক্ষ টাকা, অথচ সেই সময়ে তাঁর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৮৬ লক্ষ টাকায়! রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা (ACB) জানায়, এই বিপুল সম্পত্তির উৎস সম্পর্কে কোনও যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেননি ধৃত ইঞ্জিনিয়ার।

তদন্তে জানা গিয়েছে, নিউটাউনের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পার্থর (KMC Engineer Arrested) নামে রয়েছে ২৮ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট। পাশাপাশি, একাধিক বেসরকারি ব্যাঙ্কে তাঁর নামে আরও ২০-২৫ লক্ষ টাকার বিনিয়োগ। শ্বশুর-শাশুড়ির নামেও খুলে রাখা হয়েছে একাধিক অ্যাকাউন্ট, যেখানে জমা ১ কোটিরও বেশি টাকা। বোলপুরে ৩৬ লক্ষ টাকার বাংলো, কলকাতা ও আশপাশে ছ’টি ফ্ল্যাট (KMC Engineer Arrested), এমনকি স্ত্রীর নামে খোলা রিয়েল এস্টেট সংস্থায় বিনিয়োগও করেছেন তিনি। আদালতে অভিযোগ, “সরকারি কর্মী হয়েও বেসরকারি ব্যবসায় যুক্ত ছিলেন পার্থ।”

তদন্তকারীরা জানিয়েছেন, পার্থর (KMC Engineer Arrested) ব্যাঙ্ক লকার থেকে মিলেছে ৭৩৪.৮৫ গ্রাম সোনা। বিদেশ যাত্রার নথিও মিলেছে একাধিকবারের। আদালতে সরকারি আইনজীবীর বক্তব্য, “এটা হিমশৈলের চূড়া মাত্র, আসল পাহাড় এখনও লুকোনো।”

১৯৯৭ সালে কলকাতা পৌরনিগমে যোগ দিয়েছিলেন পার্থ। অভিযোগ, বহু বছর ধরে প্রভাব খাটিয়ে একই বিভাগে থেকে গেছেন। বাম আমল থেকে তৃণমূল শাসন— দুই সময়েই তাঁর দাপট ছিল চোখে পড়ার মতো (KMC Engineer Arrested)। সূত্র বলছে, অ্যাসফল্টাম বিভাগকে নবান্নের অভ্যন্তরে “মৌমাছির মধু” বলা হয়, যেখানে কোটি কোটি টাকার টেন্ডার ঘোরাফেরা করে।

২০২০ সালে কেএমসি নিজেই এই বিভাগে তদন্তের নির্দেশ দেয়। প্রাথমিক রিপোর্টে উঠে আসে ভয়াবহ দুর্নীতির চিত্র। এরপরই তাঁকে সাসপেন্ড করা হয়, শুরু হয় ভিজিলেন্স তদন্ত। কয়েক মাস আগে সেই রিপোর্ট জমা পড়ে দুর্নীতি দমন শাখার হাতে। অবশেষে গতকাল ধরা পড়লেন কেএমসি-র এই বহুচর্চিত ইঞ্জিনিয়ার। এখন তদন্তের মূল প্রশ্ন— পার্থর পেছনে কোন বড় মাথা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts