Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • মেট্রোর স্তম্ভে ফাটল, এবার কবি সুভাষ স্টেশন সম্পূর্ণ ধ্বংস করে নতুন নির্মাণের সিদ্ধান্ত!
রাজ্য

মেট্রোর স্তম্ভে ফাটল, এবার কবি সুভাষ স্টেশন সম্পূর্ণ ধ্বংস করে নতুন নির্মাণের সিদ্ধান্ত!

kabi subhas metro
Email :12

কলকাতার মেট্রো পরিষেবায় বড়সড় অস্বস্তির নাম হয়ে উঠেছে কবি সুভাষ মেট্রো স্টেশন (Metro Station)। দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত এই স্টেশনটি বন্ধ হয়ে রয়েছে গত সোমবার থেকে, আর এবার মেট্রো রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে যেন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কারণ, মেট্রোর তরফে জানানো হয়েছে, স্টেশনটির (Metro Station) একাধিক স্তম্ভে ফাটল ধরায় সেটিকে সম্পূর্ণ ভেঙে নতুন করে গড়ে তোলা হবে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই ই-টেন্ডার জারি করেছে মেট্রো রেল।

ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের এই শেষ স্টেশন থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। নিউ গড়িয়া, আনন্দপুর, পঞ্চসায়র, পূর্ব যাদবপুরসহ বিস্তীর্ণ এলাকার যাত্রীদের কাছে কবি সুভাষ মেট্রো ছিল (Metro Station) একমাত্র ভরসা। স্টেশন বন্ধ থাকায় সেই যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।

মেট্রো সূত্রে জানা গেছে, পুরো স্টেশন (Metro Station) নতুন করে নির্মাণ করতে ন্যূনতম ৯ থেকে ১০ মাস সময় লাগতে পারে, এমনকি এক বছরও লেগে যেতে পারে। এই সময়কালে দক্ষিণ শহরতলির যাত্রীরা প্রতিদিন চরম ভোগান্তির মুখে পড়বেন। নতুন স্টেশন তৈরিতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ কোটি ৪২ লক্ষ টাকা।

স্টেশনে (Metro Station) মোট ২১টি পিলার রয়েছে, যার মধ্যে অন্তত ৪টি পিলারে স্পষ্ট ফাটলের চিহ্ন মিলেছে। শুধু তাই নয়, মেট্রোর অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, বাকি পিলারগুলিতেও অল্পবিস্তর ফাটল রয়েছে। এছাড়া প্ল্যাটফর্মের ভগ্নাবশেষ অবস্থা এবং ছাদের অবনতি দেখে পরিস্থিতিকে আর ঝুঁকির মধ্যে রাখতে চাইছে না কর্তৃপক্ষ।

এছাড়া এক ভয়াবহ তথ্যও উঠে এসেছে। অনুমোদিত কর্মীসংখ্যার তুলনায় প্রায় ৪০ শতাংশ কর্মী কম রয়েছে কবি সুভাষ স্টেশনে। ফলে রক্ষণাবেক্ষণ ও নজরদারিতে বড়সড় ঘাটতি ছিল, যার ফলেই সময়মতো সতর্কতা অবলম্বন করা সম্ভব হয়নি বলে মনে করছেন অনেকে।

এর আগে শহরের একাধিক মেট্রো স্টেশনে পরিকাঠামোগত সমস্যার উদাহরণ সামনে এসেছে। পার্ক স্ট্রিটে বর্ষার জলে ডি-ওয়াল দিয়ে পানি ঢুকে স্টেশন প্ল্যাটফর্ম থই থই করেছিল। চাঁদনি চক ও সেন্ট্রাল স্টেশনের মাঝে জল ঝরার দৃশ্য ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর কবি নজরুল স্টেশনে ঝড়ের দাপটে ছাদ উড়ে যাওয়ার ঘটনাও এখনও মনে আছে শহরবাসীর। এবার কবি সুভাষ স্টেশনের পরিস্থিতি যেন এই সমস্যার চূড়ান্ত রূপ।

মেট্রোর পক্ষ থেকে এখনও কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি, কবে ফের চালু হতে পারে কবি সুভাষ স্টেশন। তবে এতদিন বন্ধ থাকার ফলে ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের যাত্রীদের যাতায়াতে বড় ধাক্কা লাগবে তা বলাই বাহুল্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts