অবশেষে সাময়িক স্বস্তি মিলল কবি সুভাষের (Kavi Subhas) যাত্রীদের জন্য। দীর্ঘ অনিশ্চয়তার পরে যাতায়াতের বিকল্প ব্যবস্থা করল রাজ্য সরকার। কবি সুভাষ মেট্রো স্টেশনের পরিষেবা বন্ধ থাকলেও আর দুর্ভোগে পড়তে হবে না কর্মব্যস্ত মানুষজনকে । কারণ, সোমবার থেকেই চালু হল সরকারি বাস ও শাটল পরিষেবা, যা কবি সুভাষ থেকে ক্ষুদিরাম মেট্রো স্টেশন (Kavi subhas) পর্যন্ত চলবে।
সরকারি বাসের ভাড়া মাত্র ১০ টাকা ধার্য করা হয়েছে। পরিবহন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট তিনটি বাস অফিস টাইম মেনে চলাচল করবে। আর এই সময়ের বাইরে শাটল পরিষেবা দিয়ে যাত্রীদের যোগাযোগ নিশ্চিত করা হবে (Kavi subhas) ।
যদিও এই অস্থায়ী স্বস্তির মধ্যেই রয়েছে একটা বড় প্রশ্নচিহ্ন। কবি সুভাষ মেট্রো স্টেশনের (Kavi subhas) ভবিষ্যৎ এখনও ধোঁয়াশায়। স্টেশনের ২১টি পিলারের মধ্যে ৪টিতে দেখা গিয়েছে গভীর ফাটল। নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল। কিন্তু কবে আবার এই স্টেশন সচল হবে, সে ব্যাপারে এখনও নিশ্চিত কিছু জানাতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দারা বলছেন, মেট্রো পরিষেবা (Kavi subhas) বন্ধ থাকায় প্রতিদিনের যাতায়াত ব্যয় বেড়েছে। সেই তুলনায় এই সরকারি বাস স্বস্তি দিলেও, তা কতদিন স্থায়ী হবে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ, এর আগেও এমন বহু সরকারি বাস পরিষেবা হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছে।
ব্লু লাইনের দক্ষিণ প্রান্তে অবস্থিত কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দৈনিক হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। ফলে এই স্টেশন দীর্ঘদিন বন্ধ থাকলে সমস্যার শেষ থাকবে না। মেট্রোর এই সংকট এখন শুধু রক্ষণাবেক্ষণের সমস্যাই নয়, বরং এক অনিশ্চয়তার ছায়া ফেলছে শহরের যোগাযোগ ব্যবস্থার উপর।