Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • মেয়েরা কি আর নিরাপদ? কলেজ ক্যাম্পাসেই ধর্ষণ— মহিলা কমিশনের হুঁশিয়ারি, ৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দিন!
রাজ্য

মেয়েরা কি আর নিরাপদ? কলেজ ক্যাম্পাসেই ধর্ষণ— মহিলা কমিশনের হুঁশিয়ারি, ৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দিন!

rape w
Email :32

কসবার (Kasba Case) আইন কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সরব হল জাতীয় মহিলা কমিশন। স্বতঃপ্রণোদিতভাবে তদন্তে হস্তক্ষেপ করল দেশের সর্বোচ্চ মহিলা সুরক্ষা সংস্থা। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে সরাসরি চিঠি দিয়ে কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকর জানিয়েছেন, এই ঘটনায় (Kasba Case) গভীর উদ্বেগ প্রকাশ করছেন তিনি। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, তিন দিনের মধ্যে কসবাকাণ্ডে পুলিশের গৃহীত সমস্ত পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট কমিশনের কাছে জমা দিতে হবে।

শুক্রবার সকালে ওই চাঞ্চল্যকর ঘটনার তথ্য সামনে আসার পরই এক বিবৃতির মাধ্যমে কমিশন জানিয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক এবং ভয়ঙ্কর (Kasba Case) ঘটনা। কমিশনের তরফ থেকে আইন মোতাবেক দ্রুত ও উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে।

পুলিশ সূত্রে খবর, গত ২৫ জুন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত প্রায় ১১টা পর্যন্ত সাউথ ক্যালকাটা ল’ কলেজের ক্যাম্পাসের মধ্যেই ওই তরুণীর উপর পাশবিক অত্যাচার চলে (Kasba Case) । বুধবার নির্যাতিতা তরুণী কসবা থানায় (Kasba Case) লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর তাঁর শারীরিক পরীক্ষার জন্য পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়।

পুলিশ তদন্তে নেমে প্রথমে তালবাগান ক্রসিংয়ের সামনে থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। রাত সাড়ে ১২টা নাগাদ ধরা পড়ে তৃতীয় অভিযুক্ত। ধৃতদের শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয়।

তবে এই ঘটনায় বিতর্ক তৈরি হয় মূল অভিযুক্ত ‘এম’-এর পরিচয় ঘিরে। প্রথমে পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র একটি নামের আদ্যক্ষর প্রকাশ করা হয়। পরে জানা যায়, এই ‘এম’ আসলে কলেজের প্রাক্তনী এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা। এমনকি কলেজের অস্থায়ী কর্মী হিসেবেও সে কাজ করছিল।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এসএফআই, এবিভিপি এবং বিরোধী দল বিজেপি ও কংগ্রেস শাসক তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে। এসএফআই দাবি করেছে, শাসকদলের ছাত্র সংগঠন দীর্ঘদিন ধরে কলেজে দাদাগিরি চালিয়ে আসছে। শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস নেতারাও এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা এবং শাসকদলের আশ্রয়-প্রশ্রয় নিয়েই প্রশ্ন তুলেছেন।

প্রায় এক বছর আগে আরজি কর হাসপাতালের নার্সকে ধর্ষণ করে খুনের ঘটনা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। কসবাকাণ্ড সেই স্মৃতি ফিরিয়ে এনে ফের একবার রাজ্যের নারী নিরাপত্তা ও প্রশাসনিক ব্যর্থতাকে কেন্দ্র করে উত্তাল করে তুলেছে জনমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts