এসএসসি-র অযোগ্যদের (SSC Scam) তালিকায় এবার তৃণমূলের একাধিক নেতা-নেত্রীর নাম এসেছে। কেউ তৃণমূল নেতার মেয়ে, কেউ পুত্রবধূ, আবার কেউ নিজেই নেতা। তবে তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই তালিকায় বিজেপির নামও আছে (SSC Scam)। তিনি বলেছেন, “এখন দেখা যাক বিজেপির কোন নেতা বা নেত্রীর নাম আছে, তা খুঁজে বের করতে হবে।”
কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “খবর বেরিয়েছে, বিজেপি নেত্রীর (SSC Scam) নাম এসেছে। আগে তৃণমূল করত, এখন বিজেপি করছে। সব শুভেন্দু অধিকারীর সঙ্গে জড়িত। মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ—যেখানে শুভেন্দুর আধিপত্য ছিল, সেখানকার পরিস্থিতি খুঁজে দেখা দরকার।”
তিনি আরও অভিযোগ করেন, এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় কমিশনের পক্ষে তিনি (SSC Scam) সওয়াল করেছেন, তবে চাকরিহারাদের পক্ষে থাকা আইনজীবীরা সেই মামলা করতে গিয়ে প্রকৃত প্রার্থীদের চাকরি দিতে পারেনি। “যাদের জন্য মামলা করেছিল, তাদের চাকরি দেওয়া হয়নি, উল্টে অন্যরা নিয়োগ পেয়েছে। বিকাশ রঞ্জনের জুনিয়র মামলার নামে অনেক টাকা তুলেছে, সেটাও তদন্ত হওয়া উচিত,” বলেন কল্যাণ।
এবারের তালিকা প্রকাশের পর রাজনৈতিক উত্তেজনা বেড়ে গেছে। তৃণমূল ও বিজেপির মধ্যে এই নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।