Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • শাঁখা ভাঙা থেকে হাসপাতালে ভর্তি – তিলোত্তমার মাকে ঘিরে উত্তাল রাজ্য, ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র চিকিৎসকরা
রাজ্য

শাঁখা ভাঙা থেকে হাসপাতালে ভর্তি – তিলোত্তমার মাকে ঘিরে উত্তাল রাজ্য, ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র চিকিৎসকরা

Junior Doctors: শাঁখা ভাঙা থেকে হাসপাতালে ভর্তি – তিলোত্তমার মাকে ঘিরে উত্তাল রাজ্য, ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র চিকিৎসকরা
Email :5

তিলোত্তমা মামলায় নবান্ন অভিযানের দিন ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজনৈতিক মহল। অভিযানের মাঝপথে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তিলোত্তমার মাকে দেখতে ছুটে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তিনিই নন, হাসপাতালে পৌঁছান জুনিয়র চিকিৎসকদেরও একাংশ। সেখানেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন আরজি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ দেবাশিস হালদার (Junior Doctors)।

দেবাশিসের (Junior Doctors) অভিযোগ, “উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সবটা করা হয়েছে। আমাদের মিছিল আটকাতে ভয় পাচ্ছে ওরা। তাই আমাদের বাড়ি বাড়ি পুলিশের সমন পাঠানো হয়েছে। কিন্তু সমন পাঠানো এক জিনিস, আর নির্যাতিতার মা-বাবার গায়ে হাত তোলা অন্য জিনিস (Junior Doctors)! এটা কল্পনারও অতীত, আমরা বিশ্বাসই করতে পারছি না যে এরকম কিছু ঘটতে পারে!”

এদিন দুপুরেই আন্দোলনের ময়দান থেকে তিলোত্তমার মা বিস্ফোরক অভিযোগ করেছিলেন, “কলকাতা পুলিশ মেরেছে। কয়েকজন পুরুষ পুলিশ, কয়েকজন মহিলা পুলিশ এসে আমাকে মারধর করেছে। হাতের শাঁখা ভেঙে দিয়েছে, পিঠে আঘাত করেছে।” নির্যাতিতার বাবা-কেও পুলিশ মারধর করেছে বলেও দাবি করেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি এবং তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

এ নিয়ে সরব হয় বিজেপিও। শুভেন্দুর তোপ, “এই সরকার হিন্দু-বিরোধী বলেই শাঁখা ভেঙেছে পুলিশ।” পাশাপাশি কলকাতা পুলিশের কড়া সমালোচনা করেন তিনি। পরিস্থিতি দেখে ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র চিকিৎসকরাও। তাঁদের অভিযোগ, এভাবে পুলিশি হিংসা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts