Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • কোর্টে কান্নায় ভেঙে পড়লেন বড়ঞার তৃণমূল বিধায়ক, ইডির আনা অভিযোগ নিয়ে কী বললেন তিনি
রাজ্য

কোর্টে কান্নায় ভেঙে পড়লেন বড়ঞার তৃণমূল বিধায়ক, ইডির আনা অভিযোগ নিয়ে কী বললেন তিনি

jiban krishna das
Email :14

বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha) আজ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে দাবি করেছেন, “আমরা ব্যবসায়ী পরিবার। আমাদের বছরে টার্নওভার ২ কোটি টাকা। আমরা ব্যবসার সঙ্গে জড়িত। রেশন ডিস্ট্রিবিউটর, রাইস মিল ও আলুর কোল্ড স্টোর আছে। আমাদের পরিবার বনেদি। কোনও তথ্যপ্রমাণ নেই।”

নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণকে (Jiban Krishna Saha) হেফাজতে চাওয়া হয়নি। ১২ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখা হয়েছিল। ৬ দিনের হেফাজত শেষে আজ তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে ED-র বিশেষ আদালতে তোলা হয়। আদালতে যাওয়ার আগে বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানো হয়।

কোর্টে পৌঁছানোর সময়, দুর্নীতি মামলায় ধৃত বিধায়ক (Jiban Krishna Saha) ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তিনি সাংবাদিকদের বলেন, “আমি তদন্তে সহযোগিতা করছি। সবার তথ্য উঠে আসুক। ষড়যন্ত্র নিয়ে কিছু বলব না। আমরা গ্রামের ছেলে, এমএলএ, কোথায় পালিয়ে যাব? স্ত্রীর অ্যাকাউন্টে ৪০ লক্ষ টাকা সাত বছরে এসেছে। সেটা কোর্টে দেখানো হয়েছে।”

জীবনকৃষ্ণ (Jiban Krishna Saha) আরও জানান, ভাইরাল ভিডিয়ো পুরনো এবং বাজে। ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি বারবার তাঁকে টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করছেন। কিন্তু জীবনকৃষ্ণ নির্বিকার মুখে সেটির জবাব দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts