Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Jawhar Sircar: গত ৫০ বছরে এরকম দুর্নীতি দেখিনি! ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলের প্রাক্তন সাংসদ
রাজ্য

Jawhar Sircar: গত ৫০ বছরে এরকম দুর্নীতি দেখিনি! ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলের প্রাক্তন সাংসদ

Email :4

রাজ্য সরকারের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ জহর সরকার (Jawhar Sircar)। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি (Jawhar Sircar) বলেন, “মাত্রা ছাড়িয়ে গিয়েছে। ৫০ বছরে এমন দুর্নীতি দেখিনি।”

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে যখন ক্ষোভ চরমে, চাকরি হারানো যোগ্য প্রার্থীরা বিকাশ ভবনের সামনে তীব্র দাবদাহ উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তখনই একেবারে স্পষ্ট সুরে রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন প্রাক্তন আমলা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকার (Jawhar Sircar)।

তিনি বলেন, “২৬ হাজার শিক্ষকের জীবন নিয়ে টানাটানি চলছে। ১০ বছর কেটে যাচ্ছে, কোনও সমাধান নেই! আমি বিকাশ ভবনের সচিব হিসেবে কাজ করেছি, এমন দুর্নীতির কাহিনি কোনওদিন শুনিনি। এই লাল টাকার পাহাড় আগে দেখিনি।”

সাবেক আমলার বক্তব্যে নতুন করে বিতর্ক ছড়িয়েছে তৃণমূলের রাজ্যসভা মনোনয়ন নিয়েও। তাঁর দাবি, “আমার সম্মতি না নিয়েই আমার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী নিজে ফোন করেন। আমি তখনও সিদ্ধান্ত নিইনি, কিন্তু তখনই টিভি-রেডিয়োতে দেখে ফেলি, আমি প্রার্থী!” তিনি আরও বলেন, “আমি ‘না’ বললে বলত লোকে নাটক করছে, নিউজ চাইছে বা অন্য মতলব আছে। আমি সরাসরি ঝগড়া করতে চাইনি।”

জানা যায়, আরজি কর হাসপাতালে মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন জহর সরকার। তারপর থেকেই একাধিকবার দল ও সরকারের নীতির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts