যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের অস্বস্তিকর ও রহস্যজনক ঘটনা (Jadavpur University)। বিশ্ববিদ্যালয়ের চলতি ফেস্টিভ্যালের মাঝেই হঠাৎ চাঞ্চল্য ছড়াল ঝিলপাড়ে। সেখানে অচৈতন্য অবস্থায় উদ্ধার হল ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের এক ছাত্রী। তাঁকে দ্রুত কেপিসি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান – ছাত্রীটি আর বেঁচে নেই (Jadavpur University)।
পুলিশ সূত্রে খবর, কীভাবে তিনি জলে পড়লেন তা এখনও স্পষ্ট নয়। তিনি নিজে ঝাঁপ দিয়েছিলেন, নাকি দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিলেন, নাকি কেউ তাঁকে ঠেলে দেয়—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে (Jadavpur University)।
সহপাঠীদের (Jadavpur University) দাবি, ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ে ‘রুহানিয়াত’ নামে একটি ফেস্ট চলছিল। অনেকে তখন ঝিলপাড়ে বসে ছিলেন। অভিযোগ, কিছু ছাত্রছাত্রী নেশা করছিলেন সেখানেই, আর সেই ভিড়ের মধ্যেই ছিলেন মৃত ছাত্রী।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, তিনি জলে পড়ে যান এবং সেখান থেকে সহপাঠীরাই তাঁকে উদ্ধার করেন। তাঁর শরীরে কোনও রকম আঘাতের চিহ্ন নেই। পোশাকেও কোনও অস্বাভাবিক পরিবর্তন মেলেনি। পাশাপাশি ওই সময় পাশেই ড্রামা ক্লাবের অনুষ্ঠান চলছিল। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
এখন বড় প্রশ্ন—এটা কি নিছক দুর্ঘটনা? নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে অন্য রহস্য? ক্যাম্পাসজুড়ে এখন সেই জল্পনাই তুঙ্গে।