যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী (Jadavpur former student) এবং বর্তমানে স্পেনে পিএইচডি গবেষণারত হিন্দোল মজুমদার অবশেষে জামিন পেলেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় তাঁকেই মূল অভিযুক্ত হিসেবে দেখেছিল পুলিশ। গত সপ্তাহে স্পেন থেকে দিল্লিতে নামতেই গ্রেফতার হন হিন্দোল (Jadavpur former student)। এরপর শুক্রবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়।
আদালতে রাজ্যের আইনজীবী দাবি করেন, হিন্দোলের ভূমিকা অনেকটাই জঙ্গি আফতাব আনসারির মতো (Jadavpur former student)। যেমনভাবে আফতাব দুবাই থেকে কলকাতার আমেরিকা সেন্টারে হামলার ছক কষেছিলেন, ঠিক সেভাবেই হিন্দোল বিদেশ থেকে কলকাতায় হামলার পরিকল্পনা করেছেন বলে অভিযোগ।
হিন্দোলের পক্ষের আইনজীবী গোপাল হালদার অবশ্য যুক্তি দেন, তাঁর মক্কেলের পড়াশোনার ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, সেজন্য জামিনে কঠোর শর্ত চাপানো উচিত নয়। তবে সরকারি আইনজীবীরা জামিনের তীব্র বিরোধিতা করেন।
দুই পক্ষের দীর্ঘ শুনানির পর বিচারক হিন্দোলকে এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন। তবে সঙ্গে বেঁধে দেন বেশ কিছু শর্ত। হিন্দোলকে সপ্তাহে দু’দিন তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে, আদালতে মামলার তারিখে উপস্থিত থাকতে হবে এবং কাউকে ভয় দেখানো বা নতুন কোনও অপরাধে জড়ানো যাবে না। যদিও পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেননি বিচারক।
কিন্তু তাহলে কি তিনি এখনই স্পেনে ফিরে যেতে পারবেন? আইনজীবীদের মতে, পাসপোর্ট জমা না দিলেও এখনই বিদেশে ফেরা সম্ভব নয়। তদন্ত চলা পর্যন্ত এবং চার্জশিট জমা পড়া পর্যন্ত হিন্দোলকে দেশে থাকতেই হবে। অর্থাৎ, পড়াশোনার জন্য আপাতত স্পেনে ফেরার কোনও অনুমতি নেই।