রোজকারের মতোই শনিবার উত্তরবঙ্গ এক্সপ্রেসে টহল দিচ্ছিলেন (Indian Railways) শিয়ালদহ ডিভিশনের রেল পুলিশ (জিআরপি)। সব কিছু ছিল স্বাভাবিক, তবে কয়েকজন ২০-২২ বছর বয়সি যুবক-যুবতীকে দেখে পুলিশের সন্দেহ হয়। সাধারণ চোখে দেখে বোঝার উপায় ছিল না, যে এই তরুণ মুখগুলোর পেছনে লুকিয়ে রয়েছে এক বৃহৎ মাদকচক্রের গল্প (Indian Railways) ।
সন্দেহ হওয়ামাত্র শুরু হয় জিজ্ঞাসাবাদ। এবং তাতেই সামনে আসে এক অভিযুক্ত চক্রের রূপকথার মতো বাস্তব কাহিনি। উত্তরবঙ্গগামী (Indian Railways) ট্রেনের মধ্যেই সক্রিয় ছিল একটি গাঁজা পাচারকারী গোষ্ঠী, যারা কিলো কিলো গাঁজা তুলে দিচ্ছিল ট্রেনের মধ্যেই, গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে।
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চালানো এই বিশেষ অভিযানে রেলপুলিশ মোট ৮ জনকে গ্রেফতার করে (Indian Railways) । ধৃতদের মধ্যে রয়েছে ২ জন পুরুষ, ২ জন মহিলা ও ২ জন নাবালক। এদের সবার বাড়ি বিভিন্ন জায়গায় হলেও, তারা একটি সংঘবদ্ধভাবে কাজ করছিল বলে জানিয়েছে পুলিশ।
এই অভিযানে উদ্ধার হয়েছে মোট ১২১ কেজি গাঁজা—৬টি বস্তায় ভরা ছিল সেই বিপুল পরিমাণ মাদকদ্রব্য (Indian Railways) । যার বাজারমূল্য প্রায় ২৪ লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের শিয়ালদহ ডিভিশনের জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে।
শুধু এই একটি ক্ষেত্রই নয়, সম্প্রতি রেলপুলিশের তরফে ‘অপারেশন নারকোস’ নামে এক সর্বভারতীয় অভিযান শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে মাদক পাচার রুখতে চলছে ধরপাকড়। কিছুদিন আগেই বোলপুরে এই অভিযান চালিয়ে আরেকটি মাদকচক্রের হদিশ পায় জিআরপি, যেখানে একজনকে গ্রেফতার করা হয়েছিল।
দিনদিন রেলপথে মাদক পাচারের প্রবণতা বাড়ছে। কিন্তু রেল পুলিশের তৎপরতায় সেই চক্রগুলিকে বারবার ধরপাকড় করে ভেঙে দেওয়া হচ্ছে। তবে উত্তরবঙ্গ এক্সপ্রেসে এভাবে নাবালকদের জড়িয়ে পড়া নিঃসন্দেহে চিন্তার বিষয় বলে মনে করছেন তদন্তকারীরা।