Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Deadbody: বাগুইহাটিতে ট্রলি বন্দি যুবতীর দেহ! খুনিকে কীভাবে ধরল কলকাতা পুলিশ, চমকে উঠবেন
রাজ্য

Deadbody: বাগুইহাটিতে ট্রলি বন্দি যুবতীর দেহ! খুনিকে কীভাবে ধরল কলকাতা পুলিশ, চমকে উঠবেন

Email :7

গত মঙ্গলবার বাগুইআটির এক রাস্তায় ঘোরাফেরা করা মানুষজনের চোখে পড়ে ভয়াবহ এক দৃশ্য—আবর্জনার পাশে পড়ে থাকা একটি ট্রলি ব্যাগ (Deadbody)। সন্দেহ হওয়ায় সেটি খুলতেই হতবাক সকলে—ভিতরে রয়েছে এক তরুণীর নিথর দেহ (Deadbody)। এই ঘটনার পরই শুরু হয় পুলিশি তদন্ত (Deadbody)। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা থেকে শুরু করে ট্রলি ব্যাগের সূত্র ধরে ধাপে ধাপে খুলতে থাকে রহস্যের জট (Deadbody)। অবশেষে উঠে আসে তরুণীর পরিচয় ও খুনের নেপথ্যের কাহিনি (Deadbody)।

পুলিশ জানিয়েছে, মৃত তরুণীর নাম রিয়া ধর। তিনি মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা। প্রায় ন’ বছর আগে বেলডাঙার বেগুনবাড়িতে অমিত ধরের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের এক পুত্র ও এক কন্যা রয়েছে।

রিয়ার স্বামী কিছুদিন আগেই নিখোঁজ ডায়েরি করেন, পরে সেটিকে অপহরণের মামলায় রূপান্তরিত করা হয়। তদন্তে পুলিশ জানতে পারে, রিয়া থাকতেন বারাসতের কৌশিক প্রামাণিকের ফ্ল্যাটে, যাঁর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়েছিল তাঁর।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করতে গিয়ে পুলিশ দেখতে পায়, কৌশিক প্রামাণিক স্যুটকেস হাতে বাগুইআটির অলিগলিতে ঘুরছিলেন। পরে স্যুটকেসটি একটি নির্জন জায়গায় ফেলে রেখে তিনি চলে যান। তদন্তে উঠে আসে, তিনি ওলা ক্যাব চেপে সেখানে এসেছিলেন। সেই ক্যাবচালকের মাধ্যমে কৌশিকের বারাসতের ফ্ল্যাটের সন্ধান পায় পুলিশ।

চমকপ্রদভাবে, সেই মুহূর্তে কৌশিক ইতিমধ্যেই মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ দ্বারা অপহরণের মামলায় গ্রেফতার হয়ে গিয়েছিলেন। এবার বিধাননগর পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে তাঁকে, কারণ ঘটনাস্থল বাগুইআটি পড়ছে তাদের অধীনে।

এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তদন্তে আরও কী উঠে আসে, সেদিকেই নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts