১৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাল কলকাতা হাই কোর্ট (High Court)। অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় ছাড়পত্র দিল আদালত (High Court)। বিচারপতি পার্থসারথি সেন বুধবার নির্দেশ দেন, মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে এবং আগামী ২১ দিনের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। আদালতের এই রায়ের ফলে ২৯২টি শূন্যপদ পূরণের পথ অবশেষে সুগম হল (High Court)।
এই নিয়োগ প্রক্রিয়ার সূচনা হয়েছিল বহু বছর আগে—২০১০ সালে, বাম আমলে। সেই সময় মাদ্রাসা স্কুলগুলিতে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। এরপর ২০১১ সালে নতুন সরকার আসার পর পরীক্ষাও নেওয়া হয়। কিন্তু এরপরেই শুরু হয় জটিলতা। পরীক্ষার পদ্ধতি ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে একাধিক চাকরিপ্রার্থী মামলা করেন। সেই মামলাগুলোর জটেই আটকে যায় পুরো ফলপ্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া। কলকাতা হাই কোর্ট সেই সময় গোটা নিয়োগের উপর স্থগিতাদেশ (High Court) জারি করে।
একযুগেরও বেশি সময় কেটে গিয়েছে। পরীক্ষার্থীদের বয়স বেড়েছে, কেউ কেউ আশা হারিয়ে অন্য পেশায় গিয়েছেন, কেউ আবার বছরের পর বছর ধরে আদালতের রায় চেয়ে অপেক্ষা করেছেন। অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হল। হাই কোর্ট জানায়, পুরনো ২০১০ সালের নিয়োগ বিধি মেনেই নিয়োগপদ্ধতি সম্পন্ন করতে হবে এবং ২১ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ বাধ্যতামূলক।
কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, আদালতের নির্দেশ পেয়ে তারা দ্রুত কাজ শুরু করেছেন। খুব তাড়াতাড়িই ফলপ্রকাশ ও নিয়োগপত্র বিলি শুরু হবে।