বঙ্গজুড়ে আবারও শুরু হল বৃষ্টির খেলা। কয়েকদিনের বিরতির পর ফের সক্রিয় হয়েছে বর্ষা (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন টানা ভারী বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায়। ফলে ফের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। জলমগ্ন ও বন্যাকবলিত এলাকাগুলিতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা (Weather Update)।
কয়েকদিন আগেই খানাকুল, আরামবাগ-সহ একাধিক জেলা বৃষ্টির জেরে প্লাবিত হয়েছিল (Weather Update)। বহু মানুষকে ত্রাণশিবিরে আশ্রয় নিতে হয়েছিল। উত্তরবঙ্গের তিস্তা সংলগ্ন এলাকাতেও জারি হয়েছিল লাল সতর্কতা। নদীর জল উপচে চারপাশ ভেসে গিয়েছিল। সেই আতঙ্ক কাটতে না কাটতেই ফের বৃষ্টির নতুন পূর্বাভাস (Weather Update)।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে (Weather Update)। আগামী পাঁচ দিন টানা ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই উপকূলবর্তী জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা। কলকাতা ও শহরতলিতেও দফায় দফায় বৃষ্টি হবে বলে পূর্বাভাস। শুক্রবার ও শনিবার বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। শুক্রবার বৃষ্টি নামবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান ও জলপাইগুড়িতে। শনিবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে। রবিবার বৃষ্টি হবে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে।