Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Health Department: আরও বিপাকে চিকিৎসকরা! অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের
রাজ্য

Health Department: আরও বিপাকে চিকিৎসকরা! অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

Email :18

অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে তীব্র বিতর্কের মুখে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর (Health Department)। ঘটনার জেরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দুই চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্লক স্বাস্থ্য আধিকারিককে শোকজ করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) অসীম হালদার (Health Department)। একইসঙ্গে নির্দেশ জারি করা হয়েছে—কোনও চিকিৎসক স্বাস্থ্য কেন্দ্রের অনুমতি ছাড়া বাইরে যেতে পারবেন না v।

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের লুকসান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগ, সেখানে চিকিৎসক অনুপস্থিত থাকায় এক রোগীর মৃত্যু হয়। মৃতের পরিবার দাবি তোলে—সঠিক সময় চিকিৎসা পেলে হয়তো মৃত্যু এড়ানো যেত। সেই অভিযোগ ঘিরে এলাকায় ছড়ায় উত্তেজনা।

ঘটনার তদন্তে ইতিমধ্যেই একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য মহাবীর প্রসাদের নেতৃত্বে এক প্রতিনিধিদল।

এদিকে, ‘প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন’ (PHA) স্বাস্থ্য দফতরের পদক্ষেপকে স্বাগত জানিয়ে ঘটনার যাবতীয় তথ্য রিপোর্ট আকারে পাঠিয়েছে স্বাস্থ্য দফতরের সদর দফতরে।

এই বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুতর। কেন কর্তব্যরত চিকিৎসকেরা অনুপস্থিত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

চিকিৎসকদের দায়িত্বজ্ঞানহীন আচরণ রুখতে এবার আরও কড়া নজরদারির পথে হাঁটছে স্বাস্থ্য দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts