মাধ্যমিক (Madhyamik Result) পরীক্ষার ফলাফল হতাশাজনক হওয়ায় ফের এক মর্মান্তিক সিদ্ধান্ত। ঘাটাল এবং বেলদা—একই দিনে দুই এলাকা থেকে মিলল আত্মহত্যার খবর (Madhyamik Result) । পরিবারে চাপ ও নিজের প্রতি হতাশা মিলিয়ে অকালেই জীবন শেষ করল দুই কিশোর-কিশোরী (Madhyamik Result)।
প্রথম ঘটনা ঘাটালের বিসিংহ গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর এলাকায়। মাধ্যমিকের ফল প্রকাশের পর শুক্রবার দুপুরেই নিজের ঘর থেকে উদ্ধার হয় ঋতম ঘোষ নামে এক ছাত্রের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, আশানুরূপ রেজাল্ট না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিল সে।
এদিনই আরও একটি দুঃখজনক ঘটনা ঘটে বেলদা থানার অন্তর্গত গুড়দলা গ্রামে। মাত্র ১৬ বছরের পূজা সিট, বড়মোহনপুর সিতাংশু বালিকা বিদ্যাপীঠের ছাত্রী। মাধ্যমিকে ৩১০ নম্বর পাওয়ার পর পরিবারে বকাবকির পর মানসিক চাপে পড়ে যায় পূজা। তারপর নিজের ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে।
বাড়ির লোকজন তড়িঘড়ি পূজাকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। শোকের ছায়া নেমে এসেছে পরিবার, পাড়া এবং পূজার স্কুলে।