চাকরিহারাদের রাস্তায় নামা ‘নাটক’! এমনই বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে কলকাতার মেয়র ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি (Firhad Hakim) বলেন, “বিকাশ ভবনের সামনে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় বদলাবে না। সুপ্রিম কোর্টের রায় কেবল সুপ্রিম কোর্টেই বদলাতে পারে। এটা পুরোটাই নাটক। ওরা প্ররোচনায় পা দিচ্ছে।”
এই মন্তব্যেই ঘৃতাহুতি পড়ল আগুনে (Firhad Hakim)। ক্ষোভে ফেটে পড়লেন আন্দোলনরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের কথায়, “আমরা এখানে এসেছি সরকারের দুর্নীতির বলি হয়ে। যোগ্য হয়েও চাকরি হারিয়েছি। যে মানুষটা সরকারে আছেন, তিনিই আজ আমাদের কষ্টকে নাটক বলছেন? এটা অপমান।” প্রসঙ্গত, চাকরিহারা শিক্ষকরা টানা কয়েকদিন ধরে বিকাশ ভবনের সামনে বিক্ষোভে বসে আছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রক্তপাত, লাঠিচার্জ, সবই ঘটেছে।
চাপানউতোর আরও বাড়িয়ে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, “ফিরহাদ হাকিম যদি এসএসসি পরীক্ষায় বসতেন, তাহলে বুঝতেন কী যন্ত্রণা বুকে নিয়ে হাজার হাজার বেকার চাকরি হারানোর পরে রাস্তায় বসে থাকে। নাটকটা সরকারই করছে।” সরাসরি আক্রমণ শানালেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও। তাঁর মন্তব্য, “যে প্রশাসন নিজেই দুর্নীতিতে মগ্ন, তারা সত্যের লড়াইকেই নাটক বলে চালিয়ে দেবে, এ তো জানা কথাই।”
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা পিছু হঠবেন না। তাঁরা বলেন, “এটা আমাদের ভবিষ্যতের লড়াই। কেউ এটাকে নাটক বললে, তার জবাব আমরা ইতিহাসে লিখে দেব।” পাশাপাশি তাঁরা বলেন, নাটক নয়, এই লড়াই রক্তে লেখা। এবার সরকারকে জবাব দিতেই হবে।